![]() ২০১৫ সালে রদ্রিগো | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রদ্রিগো মরেনো মাচাদো | ||
জন্ম | ৬ মার্চ ১৯৯১ | ||
জন্ম স্থান | রিও দি জেনেরিও, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান |
মধ্যমাঠের খেলোয়াড় / আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ভালেনসিয়া | ||
জার্সি নম্বর | ১৯ | ||
যুব পর্যায় | |||
২০০২ | ফ্লামেঙ্গো | ||
২০০৩–২০০৫ | উরেকা | ||
২০০৫–২০০৯ | সেলতা | ||
২০০৯ | রিয়াল মাদ্রিদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯ | রিয়াল মাদ্রিদ সি | ৪ | (১) |
২০০৯–২০১০ | রিয়াল মাদ্রিদ বি | ১৮ | (৫) |
২০১০–২০১৫ | বেনফিকা | ৬৮ | (২৭) |
২০১০–২০১১ | → বোল্টন ওয়ান্ডারার্স (ধার) | ১৭ | (১) |
২০১৪–২০১৫ | → ভালেনসিয়া (ধার) | ৩১ | (৩) |
২০১৫– | ভালেনসিয়া | ৮১ | (২৩) |
জাতীয় দল‡ | |||
২০০৯–২০১০ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ১১ | (৬) |
২০১১ | স্পেন অনূর্ধ্ব-২০ | ৬ | (৩) |
২০১১–২০১৩ | স্পেন অনূর্ধ্ব-২১ | ১৬ | (১৫) |
২০১২ | স্পেন অনূর্ধ্ব-২৩ | ৪ | (০) |
২০১৪– | স্পেন | ৪ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
রদ্রিগো মরেনো মাচাদো (স্পেনীয় উচ্চারণ: [roˈðɾiɣo moˈɾeno maˈtʃaðo]; জন্ম: ৬ মার্চ ১৯৯১; সাধারণত রদ্রিগো নামে অধিক পরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি লা লিগা ক্লাব ভালেনসিয়া এবং স্পেন জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় অথবা একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
তিনি রিয়াল মাদ্রিদ সি-এর হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে, তিনি বেনফিকার সাথে এক চুক্তি স্বাক্ষর করেন এই ক্লাবের হয়ে তিনি ৪টি শীর্ষ শিরোপা জয়লাভ করতে সক্ষম হন। তিনি বেনফিকার সাথে ২০১৩–১৪ মৌসুমে ট্রেবল জয়লাভ করেন।
যদিও রদ্রিগো ব্রাজিলে জন্মগ্রহণ করেছেন, তিনি স্পেন যুব পর্যায়ের হয়ে খেলেছেন। ২০১৩ সালে, তিনি স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন। এর পরবর্তী বছর, তিনি স্পেন জাতীয় দল হতে ডাক পান।
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল | সহায়তা |
---|---|---|---|---|
স্পেন | ||||
২০১৪ | ১ | ০ | ১ | |
২০১৭ | ২ | ১ | ০ | |
২০১৮ | ১ | ১ | ০ | |
মোট | ৪ | ২ | ১ |
<ref>
ট্যাগ বৈধ নয়; MVP
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি