রবার্ট উইলিয়াম সার্ভিস | |
---|---|
![]() রবার্ট উইলিয়াম সার্ভিস, সি. ১৯০৫ | |
জন্ম | প্রিস্টন, লেনচেসায়ার, ইংল্যান্ড | ১৬ জানুয়ারি ১৮৭৪
মৃত্যু | ১১ সেপ্টেম্বর ১৯৫৮ লেনচিয়াক্স, কোটেস ডি’আর্মোর, ফ্রান্স | (বয়স ৮৪)
সমাধিস্থল | লেনচিয়াক্স, কোটেস ডি’আর্মোর, ফ্রান্স |
পেশা | লেখক, কবি |
শিক্ষা প্রতিষ্ঠান | হিলহেড হাই স্কুল, গ্লাসগো; গ্লাসগো বিশ্ববিদ্যালয় ও ম্যাকগিল বিশ্ববিদ্যালয় |
উল্লেখযোগ্য রচনাবলি | সংস অফ সোর্ডাফ, রিমিস অফ অ্য রেড ক্রস ম্যান |
দাম্পত্যসঙ্গী | জার্মেইন বোর্গোইন |
সন্তান | আইরিশ সার্ভিস |
রবার্ট সার্ভিস (জানুয়ারি ১৬, ১৮৭৪ – সেপ্টেম্বর ১১, ১৯৫৮) বিখ্যাত কানাডীয় কবি। তাকে ইউকনের চারণকবি বলে অভিহিত করা হয়ে থাকে।[১][২] কানাডার উত্তরাঞ্চলের পটভূমিতে লেখা বিভিন্ন সাহিত্যকর্মের জন্য তিনি বিখ্যাত। এর মধ্যে রয়েছে, "The Shooting of Dan McGrew", "The Law of the Yukon", এবং "The Cremation of Sam McGee" শিরোনামের কবিতা। তার লেখার প্রাঞ্জল বর্ণনাশৈলীর কারণে পাঠকেরা অনেক সময় তাকে ক্লনডাইকের স্বর্ণখনির অভিযাত্রী বলে ভেবে বসতো, যদিও বাস্তবে তিনি ছিলেন একজন ব্যাংক কেরানী।
ইউকনের পটভূমিতে লেখা কবিতা ছাড়াও সার্ভিস দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, এবং নিউজিল্যান্ডের পটভূমিতে কবিতা লিখেছেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |