রবার্ট ওয়াইজ | |
---|---|
Robert Wise | |
জন্ম | রবার্ট আর্ল ওয়াইজ ১০ সেপ্টেম্বর ১৯১৪ |
মৃত্যু | ১৪ সেপ্টেম্বর ২০০৫ ওয়েস্টউড, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৯১)
পেশা | চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, চলচ্চিত্র সম্পাদক |
কর্মজীবন | ১৯৩৪-২০০০ |
দাম্পত্য সঙ্গী |
|
সন্তান | ১ |
রবার্ট আর্ল ওয়াইজ (১০ই সেপ্টেম্বর, ১৯১৪ - ১৪ই সেপ্টেম্বর, ২০০৫) মার্কিন চলচ্চিত্র সম্পাদক, সাউন্ড ইফেক্ট সম্পাদক, প্রযোজক এবং পরিচালক। যে বিখ্যাত ছবিগুলো নিয়ে তিনি কাজ করেছেন তার মধ্যে আছে দ্য স্যান্ড পিব্লস, দ্য সাউন্ড অফ মিউজিক, ওয়েস্ট সাইড স্টোরি, দ্য হিন্ডেনবার্গ, স্টার ট্রেক: দ্য মোশন পিকচার, দ্য ডে দ্য আর্থ স্টুড স্টিল ইত্যাদি। ১৯৩০ থেকে শুরু করে ১৯৯০-এর দশক পর্যন্ত তিনি পূর্ণ উদ্যমে কাজ করেছেন।
অলাভজনক সংস্থার অবস্থান | ||
---|---|---|
পূর্বসূরী জিন অ্যালেন |
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সভাপতি ১৯৮৫-১৯৮৮ |
উত্তরসূরী রিচার্ড কান |