রবার্ট কার্লাইল | |
---|---|
ইংরেজি: Robert Carlyle | |
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | রয়্যাল স্কটিশ অ্যাকাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামা |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯০-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | অ্যানাস্তেসিয়া শার্লি (বি. ১৯৯৭) |
সন্তান | ৩ |
রবার্ট কার্লাইল ওবিই (ইংরেজি: Robert Carlyle; জন্ম: ১৪ এপ্রিল ১৯৬১) একজন স্কটিশ অভিনেতা। রয়্যাল স্কটিশ অ্যাকাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামা থেকে স্নাতক কার্লাইল ট্রেইনস্পটিং (১৯৯৬), দ্য ফুল মন্টি (১৯৯৭), দ্য ওয়ার্ল্ড ইজ নট ইনাফ (১৯৯৯), অ্যাঞ্জেলাস অ্যাশেজ (১৯৯৯), দ্য বিচ (২০০০), টুয়েন্টি এইট উইকস লেটার (২০০৭), ও ইস্টারডে (২০১৯) চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি টেলিভিশন অনুষ্ঠান হ্যামিশ ম্যাকবেথ, স্টারগেট ইউনিভার্স ও ওয়ান্স আপন আ টাইম-এ অভিনয় করেন।
কার্লাইল দ্য ফুল মন্টি-এর জন্য শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার ও স্টারগেট ইউনিভার্স-এর জন্য জেমিনি পুরস্কার অর্জন করেন এবং হিউম্যান ট্র্যাফিকিং (২০০৫)-এর জন্য এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৯৯ সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি রানী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের অফিসার খেতাবে ভূষিত হন।[১]
কার্লাইল ১৯৬১ সালের ১৪ই এপ্রিল গ্লাসগোর ম্যারিহিল শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা এলিজাবেথ বাস কোম্পানির কর্মকর্তা এবং পিতা জোসেফ কার্লাইল একজন রংমিস্ত্রী ও ডেকোরেটর।[২][৩] কার্লাইলের যখন চার বছর বয়স তখন তার মা তাদের ছেড়ে চলে গেলে তার পিতা তাকে লালনপালন করেন।[৪][৫] তিনি ১৬ বছর বয়সে কোন সনদ ছাড়াই বিদ্যালয় ত্যাগ করেন এবং তার পিতার সাথে রংমিস্ত্রী ও ডেকোরেটর হিসেবে কাজ করতেন। এরপর তিনি গ্লাসগোর কারডোনাল্ড কলেজে রাত্রীকালীন ক্লাসে যোগদান করেন।[৬]
বছর | চলচ্চিত্রের শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
১৯৯০ | সাইলেন্ট স্ক্রিম | বিগ উডসি | |
রিফ-র্যাফ | স্টিভ | ||
১৯৯৩ | |||
বিয়িং হিউম্যান | প্রাগৈতিহাসিক শামান | ||
১৯৯৪ | প্রিস্ট | গ্রাহাম | |
ম্যারুনড | পিটার | ||
১৯৯৫ | গো নাউ | নিক ক্যামেরন | |
১৯৯৬ | ট্রেইনস্পটিং | ফ্রান্সিস "ফ্র্যাঙ্কো" বেগবি | |
কার্লাস সং | জর্জ লেনক্স | ||
১৯৯৭ | দ্য ফুল মন্টি | গ্যারি "গেজ" স্কোফিল্ড | |
ফেস | রে | ||
১৯৯৯ | প্লাঙ্কেট অ্যান্ড ম্যাকলিন | উইল প্লাঙ্কেট | |
রেভেনোস | কর্নেল আইভস / এফ.ডাব্লিউ. কলকোন | ||
দ্য ওয়ার্ল্ড ইজ নট ইনাফ | রেনার্ড | ||
অ্যাঞ্জেলাস অ্যাশেজ | মালাচি ম্যাকোর্ট | ||
২০০০ | দ্য বিচ | ড্যাফি | |
দেয়ার্স অনলি ওয়ান জিমি গ্রিম্বল | এরিক উইর্যাল | ||
২০০১ | টু এন্ড অল ওয়ার্স | মেজর ইয়ান ক্যাম্পবেল | |
দ্য ফিফটি ফার্স্ট স্টেট | ফেলিক্স ডিসুজা | ||
২০০২ | ওয়ান্স আপন আ টাইম ইন দ্য মিডল্যান্ডস | জিমি | |
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট | ডেভিড ওসুলিভান | ||
২০০৪ | ডেড ফিশ | ড্যানি ডিভাইন | |
২০০৫ | দ্য মাইটি কেল্ট | ও | |
ম্যারিলিন হচকিস' বলরুম ড্যান্সিং অ্যান্ড চার্ম স্কুল | ফ্র্যাঙ্ক কিন | ||
হিউম্যান ট্র্যাফিকিং | সের্গেই কারপোভিচ | ||
২০০৬ | এরাগন | ডুর্জা | |
২০০৭ | টুয়েন্টি এইট উইকস লেটার | ডন হ্যারিস | |
ফ্লাড | রবার্ট মরিসন | ||
২০০৮ | স্টোন অব ডেসটিনি | জন ম্যাকরমিক | |
সামার | শন | ||
আই নো ইউ নো | চার্লি | ||
২০০৯ | দ্য টুর্নামেন্ট | ফাদার জোসেফ ম্যাকঅ্যাভয় | |
দি আনলাভড | লুসির বাবা | ||
২০১২ | ক্যালিফোর্নিয়া সোলো | লাচলান ম্যাকঅ্যাল্ডোনিচ | |
২০১৫ | দ্য লেজেন্ড অব বার্নি টমসন | বার্নি টমসন | পরিচালনাও করেন |
২০১৭ | টিটু ট্রেইনস্পটিং | ফ্রান্সিস "ফ্র্যাঙ্কো" বেগবি | |
২০১৯ | ইস্টারডে | জন লেনন | পর্দায় কৃতিত্ব দেওয়া হয়নি |
২০২২ | নর্থ অব নরমাল |