রবার্ট লি ফ্রস্ট (ইংরেজি: Robert Lee Frost; ২৬ মার্চ, ১৮৭৪ – ২৯ জানুয়ারি, ১৯৬৩) ছিলেন একজন মার্কিন কবি। তাঁর রচনা আমেরিকায় প্রকাশিত হওয়ার আগেই ইংল্যান্ডে প্রকাশিত হয়েছিল। গ্রামীণ জীবনের বাস্তবসম্মত বর্ণনা মার্কিন কথ্যভাষার উপর দক্ষতার জন্য ফ্রস্ট বিশেষভাবে পরিচিত ছিলেন।[২] তাঁর বহু রচনায় নিউ ইংল্যান্ড অঞ্চলের বিংশ শতাব্দীর প্রথম ভাগের গ্রামীণ জীবন চিত্রিত হয়েছে। এই বিবরণগুলি তিনি ব্যবহার করেছেন জটিল সামাজিক ও দার্শনিক বিষয়গুলিকে পরীক্ষা করার জন্য।
জীবদ্দশায় ফ্রস্ট বহু সম্মানে ভূষিত হয়েছিলেন। তিনিই একমাত্র কবি যিনি কবিতায় চারটি পুলিৎজার পুরস্কার জয় করেন। আমেরিকায় যে অল্প কয়েকজন সাহিত্যিক প্রায় প্রতিষ্ঠানতুল্য জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন, তাঁদের অন্যতম ফ্রস্ট।[৩] ১৯৬০ সালে কবিকৃতির জন্য তাঁকে কংগ্রেসনাল স্বর্ণপদকে ভূষিত করা হয়। ১৯৬১ সালের ২২ জুলাই তাঁকে ভারমন্টেরপোয়েট লরিয়েট ঘোষণা করা হয়।
১৮৭৪ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে সাংবাদিক উইলিয়াম প্রেসকট ফ্রস্ট জুনিয়র এবং ইসাবেলা মুডির সন্তান রবার্ট ফ্রস্ট্র জন্মগ্রহণ করেন[২]। পিতার মৃত্যুর পর ফ্রস্টরা ম্যাসাচুসেটসের লরেন্সে চলে আসেন। তখন তার বয়স এগার। ১৮৯২ খ্রিষ্টাব্দে ফ্রস্ট লরেন্স হাই স্কুল উত্তীর্ণ হন।[৪] পরবর্তীতে গ্রামীণ জীবনের সঙ্গে সখ্য গড়ে উঠলেও তিনি বড় হয়েছিলেন শহরে, নাগরিক পরেবেশে। হাইস্কুলে পড়ার সময় কবিতা পড়া এবং কবিতা লেখার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেন। এ স্কুলের একটি সাময়িকীতে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। হ্যানোভারের ডার্টমাউথ কলেজে তিনি কিছুদিন পড়াশোনা করেন ; তারপর বাড়ি ফিরে আসেন। ১৮৯৭ থেকে ১৮৯৯ পর্যন্ট ফ্রস্ট হাভার্ড বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন কিন্তু শারিরীক অসুস্থতাজনিত কারণে তিনি পড়াশোনা ছেড়ে দেন।[৫][৬][৭]
পড়াশুনার পাট চুকে যাওয়ার পর ফ্রস্ট মুচি থেকে শুরু করে সংবাদপত্র সম্পাদনা পর্যন্ত বিভিন্ন কাজ করে আয়-উপার্জ্জনের চেষ্টা করেছেন। তবে শেষাবধি জীবিকার জন্য তিনি শিক্ষকতাকে বেছে নেন। ১৮৯৪ খ্রিষ্টাব্দে তিনি নিজের কবিতা মাই বাটারফ্লাই, এন এলিজি বিক্রি করে দেন মাত্র ১৫ মার্কিন ডলারের বিনিময়ে। ১৮৯৫ খ্রিষ্টাব্দে ফ্রস্ট ইলিনর মিরিয়াম হোয়াইট নামের এক মহিলার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন[৮]। এসময় তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশুনা করছিলেন। মিরিয়াম হোয়াইট ফস্ট্রের কবি-জীবনে এক অনবদ্য প্রেরণা হয়ে আবির্ভুত হন। ১৯১৫ খ্রিষ্টাব্দে তার বয়েজ উইল এবং নর্থ অব বোস্টন প্রচ্ছদনামে দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সারা দেশে তার কবিখ্যাতি ছড়িয়ে পড়তে থাকে ইতোমধ্যে। ১৯২০ খ্রিষ্টাব্দের মধ্যে যুক্তরাস্ট্রের শীর্ষস্থানীয় খ্যাতিমান কবিদের একজন হয়ে ওঠেন রবার্ট ফ্রস্ট। ফ্রস্ট ১৯৬৩ খ্রিষ্টাব্দের ২৯ জানুয়ারি ম্যাসাচুসেটসে পরলোকগমন করেন।
↑Nancy Lewis Tuten; John Zubizarreta (২০০১)। The Robert Frost encyclopedia। Greenwood Publishing Group। পৃষ্ঠা 145। আইএসবিএন978-0-313-29464-8। Halfway through the spring semester of his second year, Dean Briggs released him from Harvard without prejudice, lamenting the loss of so good a student.উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
↑Jeffrey Meyers (১৯৯৬)। Robert Frost: a biography। Houghton Mifflin। Frost remained at Harvard until March of his sophomore year, when he decamped in the middle of a term ...উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
↑Frost, Robert (১৯৯৫)। Poirier, Richard; Richardson, Mark, সম্পাদকগণ। Collected Poems, Prose, & Plays। The Library of America। 81। New York: Library of America। আইএসবিএন1-883011-06-X।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
Collected Poems, Prose, & Plays. 10/1995 Library of America. Robert Frost. Edited by Richard Poirier and Mark Richardson. Trade আইএসবিএন১-৮৮৩০১১-০৬-X. [৩]