রবার্ট মার্টন | |
---|---|
জন্ম | রবার্ট কক্স মার্টন জুলাই ৩১, ১৯৪৪ |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | কলাম্বিয়া ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি |
পরিচিতির কারণ | Black–Scholes model ICAPM Merton's portfolio problem Merton Model Jarrow-Turnbull model Long-Term Capital Management |
পুরস্কার | অর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৯৭) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ফাইন্যান্স, অর্থনীতি |
প্রতিষ্ঠানসমূহ | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি |
ডক্টরাল উপদেষ্টা | পল স্যামুয়েলসন |
রবার্ট কক্স মার্টন একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ১৯৯৭ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
মার্টন ১৯৪৪ সালের ৩১ জুলাই নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটি এর স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স থেকে অপারেশন্স রিসার্চ এ ব্যাচেলর অব সায়েন্স, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মাস্টার অব সায়েন্স এবং ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্ট এ শিক্ষকতা করেন। তিনি ১৯৮৮ থেকে ২০১০ সাল পর্যন্ত হার্ভার্ড বিজনেস স্কুল এ শিক্ষকতা করেন। [১]