রবার্ট মেলাঙ্কটন মেটক্যাফ | |
---|---|
জন্ম | |
নাগরিকত্ব | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়. |
পরিচিতির কারণ | ইথারনেট এর সহ-প্রতিষ্ঠাতা |
পুরস্কার | ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, আইইই মেডেল অব অনার, আইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল, এসিএম গ্রেস মারে হপার, কমপিউটার হিস্ট্রি মিউজিয়ামে ফেলো অ্যাওয়ার্ডস |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | কম্পিউটার নেটওয়ার্কিং |
প্রতিষ্ঠানসমূহ | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, Xerox PARC, 3Com, ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন. |
অভিসন্দর্ভের শিরোনাম | প্যাকেট কমিউনিকেশন (১৯৭৩) |
ডক্টরাল উপদেষ্টা | জেফরি পিটার বিউজেন |
রবার্ট মেলাঙ্কটন মেটক্যাফ (জন্ম এপ্রিল ৭, ১৯৪৬[১]) একজন মার্কিন তড়িৎ প্রকৌশলী। তিনি ইথারনেট এর সহ-উদ্ভাবক। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন এর তড়িৎ প্রকৌশলের অধ্যাপক এবং ডিরেক্টর অব ইনোভেশন।[২]
মেটক্যাফ ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৬৯ সালে তড়িৎ প্রকৌশল ও এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এ বিএস ডিগ্রি অর্জন করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে এমএস এবং ১৯৭৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।