রবার্ট সেন্ডারসন মুল্লিকেন

রবার্ট সেন্ডারসন মুল্লিকেন
রবার্ট সেন্ডারসন মুল্লিকেন
জন্ম(১৮৯৬-০৬-০৭)৭ জুন ১৮৯৬
মৃত্যু৩১ অক্টোবর ১৯৮৬(1986-10-31) (বয়স ৯০)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
শিকাগো বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণআণবিক অর্বিটাল তত্ত্ব
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার ১৯৬৬
Priestley Medal, ১৯৮৩
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন, পদার্থবিজ্ঞান
রবার্ট মুল্লিকেন (ডান থেকে তৃতীয়), শিকাগো ১৯২৯

রবার্ট সেন্ডারসন মুল্লিকেন (ইংরেজি: Robert Sanderson Mulliken) (৭ জুন, ১৮৯৬ - ৩১ অক্টোবর, ১৯৮৬) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৬৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী

[সম্পাদনা]

মুল্লিকেন ১৮৯৬ সালের ৭ জুন ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করেন। তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে রসায়নে বিএসসি ডিগ্রি অর্জন করেন ১৯১৭ সালে। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ১৯২১ সালে। ১৯২৬ থেকে ১৯২৮ সাল পর্যন্ত তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এর পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেন। ১৯২৮ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় এ সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন এবং ১৯৩১ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন।

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]