![]() ২০১৮ সালে ব্রাজিল দলের সাথে ফিরমিনো | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রবার্তো ফিরমিনো বারবোসা দে ওলিভেইরা[১] | ||
জন্ম | ২ অক্টোবর ১৯৯১ | ||
জন্ম স্থান | মাসেইও, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৮১ মি (৫ ফু ১১ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় / উইঙ্গার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | লিভারপুল | ||
জার্সি নম্বর | ৯ | ||
যুব পর্যায় | |||
২০০৪–২০০৮ | সিআরবি | ||
২০০৮–২০০৯ | ফিগিরেন্সে | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১০ | ফিগিরেন্সে | 38 | (8) |
২০১১–২০১৫ | ১৮৯৯ হোফেনহেইম | ১৪০ | (৩৮) |
২০১৫– | লিভারপুল | ২১১ | (৬৬) |
জাতীয় দল‡ | |||
২০১৪– | ব্রাজিল | ৫২ | (১৭) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩ মে ২০২১ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৪ জুন ২০২১ তারিখ অনুযায়ী সঠিক। |
রবার্তো ফিরমিনো বারবোসা দে ওলিভেইরা (জন্ম: ২ অক্টোবর ১৯৯১) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় বা একজন উইঙ্গার হিসেবে খেলেন।
২০০৯ সালে, ফিগিরেন্সের হয়ে ক্যারিয়ার শুরু করার পর, তিনি সাড়ে ৪ মৌসুম জার্মান ক্লাব ১৮৯৯ হোফেনহেইমে অতিবাহিত করেন। তিনি সেখানে সর্বমোট ৩৩ ম্যাচে ১৬টি গোল করেন এবং ২০১৩–১৪ মৌসুমে বুন্দেসলিগার শত্রুবূহ্যভেদ খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। ২০১৫ সালের জুলাই মাসে, তিনি প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের সাথে চুক্তিবদ্ধ হন।
২০১৪ সালের নভেম্বর মাসে, ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি ২০১৫ কোপা আমেরিকার ব্রাজিল দলের একজন সদস্য ছিলেন।
ফিরমিনো জানান যে, জাতীয় দলের হয়ে খেলা তার শৈশবের "স্বপ্ন" ছিল, যদিও "দুঙ্গার সাথে তার কোনো সম্পর্ক ছিল না"।[৩] ২০১৪ সালের ২৩শে অক্টোবর তারিখে, ফিরমিনো সর্বপ্রথম ব্রাজিল জাতীয় দলে ডাক পান। তাকে তুরস্ক এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য দলে ডাকা হয়েছিল। এ সম্পর্কে তিনি বলে, "আমি দলে অন্তর্ভুক্ত হতে পেরে খুব খুশি এবং আমি দলের সকলকে ধন্যবাদ জানাই"।[৪] তিনি একই বছরের ১২ই নভেম্বর তারিখে, তুরস্কের অভিষেক করেন, যেখানে তিনি তার সাথে অভিষিক্ত হওয়া আরেক ফুটবলার লুইজ আদ্রিয়ানোর সাথে ১৭তম মিনিটে বদল হন, উক্ত ম্যাচে ব্রাজিল ৪–০ গোলে জয়লাভ করে।[৫] এর ছয় দিন পর, ফিরমিনো জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন, উক্ত ম্যাচে ব্রাজিল ২–১ গোলে জয়লাভ করে।[৬]
২০১৫ সালের মে মাসে, চিলিতে অনুষ্ঠিত ২০১৫ কোপা আমেরিকার জন্য ঘোষিত ২৩ সদস্যের ব্রাজিল দলে ডাক পান।[৭] একই বছরের ২১শে জুন তারিখে, ভেনুজুয়েলার বিরুদ্ধে খেলায় গোল করে, উক্ত ম্যাচে ব্রাজিল ২–১ গোলে জয়লাভ করে গ্রুপ সি-এর বিজয়ী হিসেবে নকআউতট পর্ব নিশ্চিত করে।[৮]
ক্লাব | মৌসুম | লিগ | জাতীয় কাপ[ক] | লিগ কাপ[খ] | মহাদেশীয় | অন্যান্য | মোট | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
Figueirense | ২০০৯ | সেরিয়ে বি | 2 | 0 | — | — | — | — | 2 | 0 | ||||
২০১০ | সেরিয়ে বি | 36 | 8 | — | — | — | 15[গ] | 4 | 51 | 12 | ||||
মোট | 38 | 8 | — | — | — | 15 | 4 | 53 | 12 | |||||
১৮৯৯ হফেনহাইন | ২০১০–১১ | বুন্দেসলিগা | 11 | 3 | — | — | — | — | 11 | 3 | ||||
২০১১-১২ | বুন্দেসলিগা | 30 | 7 | 3 | 0 | — | — | — | 33 | 7 | ||||
২০১২-১৩ | বুন্দেসলিগা | 33 | 5 | 1 | 0 | — | — | 2[ঘ] | 2 | 36 | 7 | |||
২০১৩-১৪ | বুন্দেসলিগা | 33 | 16 | 4 | 6 | — | — | — | 37 | 22 | ||||
২০১৪-১৫ | বুন্দেসলিগা | 33 | 7 | 3 | 3 | — | — | — | 36 | 10 | ||||
মোট | 140 | 38 | 11 | 9 | — | 0 | 0 | 2 | 2 | 153 | 49 | |||
লিভারপুল | ২০১৫-১৬[১০] | প্রিমিয়ার লিগ | 31 | 10 | 0 | 0 | 5 | 0 | 13[ঙ] | 1 | — | 49 | 11 | |
২০১৬-১৭[১১] | প্রিমিয়ার লিগ | 35 | 11 | 2 | 0 | 4 | 1 | — | — | 41 | 12 | |||
২০১৭-১৮[১২] | প্রিমিয়ার লিগ | 37 | 15 | 2 | 1 | 0 | 0 | 15[চ] | 11 | — | 54 | 27 | ||
২০১৮-১৯[১৩] | প্রিমিয়ার লিগ | 34 | 12 | 1 | 0 | 1 | 0 | 12[চ] | 4 | — | 48 | 16 | ||
২০১৯-২০[১৪] | প্রিমিয়ার লিগ | 38 | 9 | 2 | 0 | 0 | 0 | 8[চ] | 1 | 4[ছ] | 2 | 52 | 12 | |
২০২০-২১[১৫] | প্রিমিয়ার লিগ | 36 | 9 | 2 | 0 | 0 | 0 | 9[চ] | 0 | 1[জ] | 0 | 48 | 9 | |
মোট | 211 | 66 | 9 | 1 | 10 | 1 | 57 | 17 | 5 | 2 | 292 | 87 | ||
কর্মজীবনে মোট | ৩৮৯ | ১১২ | ২০ | ১০ | ১০ | ১ | ৫৭ | ১৭ | ২২ | ৮ | ৪৯৮ | ১৪৮ |
ব্রাজিল | ||
---|---|---|
বছর | উপস্থিতি | গোল |
২০১৪ | ২ | ১ |
২০১৫ | ৯ | ৩ |
২০১৬ | ২ | ১ |
২০১৭ | ৫ | ০ |
২০১৮ | ৭ | ২ |
২০১৯ | ১৫ | ৫ |
২০২০ | ৪ | ৩ |
২০২১ | ৪ | ১ |
সর্বমোট | ৫২ | ১৭ |
ব্যক্তিগত