ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রবিন এভারার্ডুস গোসেন্স[১] | ||
জন্ম | ৫ জুলাই ১৯৯৪ | ||
জন্ম স্থান | এমেরিখ আম রাইন, জার্মানি | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আতালান্তা | ||
জার্সি নম্বর | ৮ | ||
যুব পর্যায় | |||
২০০০–২০০৭ | ফর্টুনা এল্টেন | ||
২০০৭–২০০৯ | বোখোল্ট | ||
২০০৯–২০১২ | রেডে | ||
২০১২–২০১৪ | ভিতেসে | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪–২০১৫ | ভিতেসে | ০ | (০) |
২০১৪–২০১৫ | → ডর্ড্রেখট (ধার) | ৪৭ | (৩) |
২০১৫–২০১৭ | হেরাক্লেস আলমেলো | ৬০ | (৪) |
২০১৭– | আতালান্তা | ১১৫ | (২৪) |
জাতীয় দল‡ | |||
২০২০– | জার্মানি | ৫ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:০৫, ২ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:০৫, ২ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
রবিন এভারার্ডুস গোসেন্স (জার্মান: Robin Gosens; জন্ম: ৫ জুলাই ১৯৯৪) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব আতালান্তা এবং জার্মানি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
২০২০ সালে, গোসেন্স জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জার্মানির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে, গোসেন্স বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৯–২০ সেরিয়ে আ বর্ষসেরা দলে অন্তর্ভুক্তি অন্যতম।
রবিন এভারার্ডুস গোসেন্স ১৯৯৪ সালের ৫ই জুলাই তারিখে জার্মানির এমেরিখ আম রাইনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।