রবিন দাস (ক্রিকেটার)

রবিন দাস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
রবিন জেমস দাস
জন্ম (2002-02-27) ২৭ ফেব্রুয়ারি ২০০২ (বয়স ২২)
লেটনস্টোনে, লন্ডন, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০২০-বর্তমানএসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব
একমাত্র টুয়েন্টি২০২০ সেপ্টেম্বর ২০২০ এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব বনাম সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টুয়েন্টি২০
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা
ব্যাটিং গড় ৭.০০
১০০/৫০ ০/০
সর্বোচ্চ রান
ক্যাচ/স্ট্যাম্পিং ০/–
উৎস: ক্রিকইনফো, ২০ সেপ্টেম্বর ২০২০

রবিন জেমস দাস (জন্ম ২৭ ফেব্রুয়ারি ২০০২) একজন ইংরেজ ক্রিকেটার[] জন্মসুত্রে তিনি ব্রিটিশ বাংলাদেশী। ২০১৮ সালে একটি অনূর্ধ্ব ১৬ ম্যাচে তিনি অপরাজিত ২০০ রান করেন। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর ঘরোয়া টি-টোয়েন্টি লিগে এসেক্সের হয়ে তার অভিষেক হয়।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

রবিন দাস ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লেটনস্টোন শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক ভূমি বাংলাদেশের সুনামগঞ্জে। ইংল্যান্ডের ব্রেন্টউড বিদ্যালয়ে পড়াশোনা করেছেন রবিন। লেখাপড়ার পাশাপাশি কিশোর অবস্থাতেই ক্লাব ক্রিকেটে অংশগ্রহণ করেন ও সকলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হন রবিন দাস।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

ইংলিশ ক্রিকেট দল এসেক্সের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টি-টোয়েন্টি ব্লাস্টে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রবিন দাসের অভিষেক হয়। টি-টোয়েন্টি ব্লাস্ট মূলত ভাইটালিটি ব্লাস্ট নামেও পরিচিত। সাসেক্সের বিপক্ষে ওই ম্যাচে তিনি করেছিলেন করেছিলেন ৭ রান।[] এছাড়া এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও খেলার অভিজ্ঞতা আছে তার। রবিন দাসের বড় ভাই জোনাথন জয় দাসও একজন ইংলিশ ক্রিকেটার।[] ২০২২ সালের ২ জুন নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের লর্ডস টেস্টে অলরাউন্ডার স্টুয়ার্ট ব্রডের বদলী খেলোয়াড় হিসেবে তিনি স্বল্প সময়ের জন্য মাঠে নামার সুযোগ পান। ২০২০ সালের শেষ দিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফটে রবিনের নাম ছিল। পরে অবশ্য খেলার সুযোগ পাননি। ২০১৯ সালে এই রবিন এসেক্সের ‘একাডেমি প্লেয়ার অব দ্য ইয়ার’ সম্মান পান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "লর্ড টেস্টে ইংল্যান্ডের পক্ষে মাঠে নামলেন বাংলাদেশের ছেলে রবিন দাস"দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৩ 
  2. "লর্ডসে ফিল্ডিংয়ে বাংলাদেশের রবিন দাস"রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৩ 
  3. প্রতিবেদন, নিজস্ব। "ভারতীয় দলে বাঙালি নেই, কিন্তু ইংল্যান্ড দলে আছেন! টেস্টের লর্ডস দেখল তাঁকে"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৩ 
  4. ডেস্ক, খেলা। "লর্ডসে ইংল্যান্ড দলে হঠাৎ এক 'বাংলাদেশি'"প্রথম কাও। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৩