রবিন হুড: প্রিন্স অব থিভস | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | কেভিন রেনল্ডস |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার | পেন ডেনসাম |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | মাইকেল কামেন |
চিত্রগ্রাহক | ডগলাস মিলসাম |
সম্পাদক | পিটার বয়েল |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ওয়ার্নার ব্রস. |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৩ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৪৮ মিলিয়ন[২] |
আয় | $৩৯০.৫ মিলিয়ন[৩] |
রবিন হুড: প্রিন্স অব থিভস ১৯৯১ সালে মুক্তি পাওয়া মার্কিন রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র, এটি ইংরেজ লোককাহিনীর চরিত্র রবিন হুড এর গল্প অবলম্বনে তৈরি করা। "রবিন হুড: প্রিন্স অব থিভস" চলচ্চিত্রটি পরিচালনা করেন কেভিন রেনল্ডস।[৪]
অভিনেতা | ভূমিকা |
---|---|
কেভিন কোস্টনার | রবিন হুড |
মরগান ফ্রিম্যান | আজিম |
ম্যারি এলিজাবেথ মাসট্রানটনিও | মেইড মারিয়ান |
ক্রিশ্চিয়ান স্লেটার | উয়িল স্কারলেট |
অ্যালান রিকম্যান | শেরিফ অব নটিংহাম |
মাইক ম্যাকশেইন | ফ্রিয়ার টাক |
ব্রিয়ান ব্লেসড | লর্ড লকসলি |
মাইকেল উয়িনকট | গাই অব গিনসবুর্ন |
গেরাল্ডিন ম্যাকইওয়ান | মর্শিয়ানা |
নিক ব্রিমবল | লিটন জন |
ওয়াল্টার স্পারো | ডানকেন |
হারোল্ড ইনোসেন্ট | বিশপ অব হিয়ারফোর্ড |
ড্যানিয়েল নিউম্যাব | ওয়াল্ফ |
ড্যানিয়েল পি-কক | বূল |
জ্যাক ওয়াইল্ড | মাচ |
সিন কোনারি | কিং রিচার্ড |
রবিন হুড: প্রিন্স অব থিভস (অরিজিনাল সাউন্ডট্র্যাক) | |
---|---|
কর্তৃক চলচ্চিত্র স্কোর | |
মুক্তির তারিখ | ২ রা জুলাই ১৯৯১ |
দৈর্ঘ্য | ৬০:২২ |
সঙ্গীত প্রকাশনী | মরগান ক্রিক প্রোডাকশনস |
চলচ্চিত্রটির গানগুলোর শিল্পী মাইকেল কামেন[৫]
নং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "ওভারসার" / অ্যা প্রিজনার অব দ্য ক্রুসেড" | ৮:২৭ |
২. | "স্যার গাই অব গিনসবোর্ন" / "দ্য এস্কেপ টু শেরওড" | ৭:২৭ |
৩. | "লিটল জন" | ৪:৫২ |
৪. | "দ্য শেরিফ অ্যান্ড হিজ উয়িচ" | ৬:০৩ |
৫. | "মেইড মারিয়ান" | ২:৫৭ |
৬. | "ট্রেনিং" | ৫:১৫ |
৭. | "মারিয়ান এট দ্য ওয়াটারফল" | ৫:৩৪ |
৮. | "দ্য অ্যাবডাকশন" | ৯:৫৩ |
৯. | "এভরিথিং আই ডু,আই ডু ইট ফর ইউ" (কন্ঠ শিল্পী ব্রিয়ান এডামস) | ৬:৩৩ |
১০. | "ওয়াইল্ড টাইনস" (কন্ঠ শিল্পী জেফ লিইন) | ৩:১২ |
চলচ্চিত্রটি প্রথম সপ্তাহেই ২৫ মিলিয়ন ডলার এবং পরবর্তী সপ্তাহে ১৮.৩ মিলিয়ন ডলার আয় করে। এটি সর্বমোট ৩৯০,৪৯৩,৯০৮ ডলার আয় করে।[৬][৭][৮][৯]
উইকিউক্তিতে Robin Hood: Prince of Thieves সম্পর্কিত উক্তি পড়ুন।