রম্যা কৃষ্ণন | |
---|---|
![]() কৃষ্ণন আইআইএফএ উৎসভম পুরস্কার অনুষ্ঠানে , ২০১৬ হায়দ্রাবাদ, ভারত জানুয়ারী ২০১৬। | |
জন্ম | [১] | ১৫ সেপ্টেম্বর ১৯৭০
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৩-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | পাশুপুলেটি কৃষ্ণন ভামসি (বি. ২০০৩) |
সন্তান | ১ |
রম্যা কৃষ্ণন (জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৯৭০)[১] হলেন একজন ভারতীয় অভিনেত্রী। তিনি মোট ২০০ টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, পাঁচটি ভাষায় : তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম এবং হিন্দি। তিনি প্রায় ১০০ টি তেলুগু ও ৬০ টি তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন।
রম্যা কৃষ্ণন চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন বিখ্যাত তামিল কৌতুকাভিনেতা ছো রামাস্বামীর ভাইঝি। তিনি ভারতনাট্টম ও কুচিপুডি নৃত্যের তালিম নিয়েছে, এবং বহু অনুষ্ঠানে তার নৃত্য পরিবেশন করেছেন।[২] তার মাতৃভাষা হল তামিল ।
১৯৮৪ সালে ১৩ বছর বয়সে রম্যা কৃষ্ণন তৎকালীন তামিল চলচ্চিত্র ভেল্লাই মানসুতে, ই.জি. মহেন্দ্রের বিপরীতে তার অভিনয় কর্মজীবন শুরু করেন।[৩] কিন্তু চলচ্চিত্রটি অনেক দেরিতে ১৯৮৬ সালে মুক্তি পায়।
রম্যা কৃষ্ণনের প্রথম তেলুগু চলচ্চিত্র ছিল ভালে মিঠুলু (১৯৮৬)। ১৯৮৯ সালে মুক্তি পায় কাসিনদুনী বিশ্বনাথের সূত্রধরুলু। তিনি ১৯৯০-এর দশকে সোনিয়ারা, মিনা, রোজা ও নাগমা পাশাপাশি তেলুগু চলচ্চিত্র শিল্পের নেতৃস্থানীয় অভিনেত্রী হিসেবে আবির্ভূত হন।
তিনি ১২ জুন ২০০৩ সালে বিবাহ করেন তেলুগু পরিচালক কৃষ্ণন ভামসি-এর সঙ্গে। তাদের এক সন্তান রয়েছে, নাম ঋত্বিক।[৪]
<ref>
ট্যাগ বৈধ নয়; auto
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি