রম্যা বর্ণা ফাহাদ | |
---|---|
জন্ম | রম্যা বর্ণা ৪ আগস্ট ১৯৮৬[১] |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৮ - ২০১৭ |
দাম্পত্য সঙ্গী | ফাহাদ |
রম্যা বর্না ফাহাদ (জন্ম: ৪ আগস্ট ১৯৮৬) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি প্রারম্ভিকাভাবে কন্নড় চলচ্চিত্রে অভিনয় করতেন। ২০০৮ সালে তিনি নিনায়রে চলচ্চিত্র দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন, এরপর তিনি আরো বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং তুলু ভাষায় একটি শৈল্পিক চলচ্চিত্রেও করেছিলেন। তামিল ও তেলুগু ছবিতেও তিনি অভিনয় করেছিলেন। ২০১৭ সালের ২৯ মে তিনি ভারতের একজন সুপরিচিত ব্যবসায়ী ফাহাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
রম্যা ভারতের কর্ণাটকের কোদাগু জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা আরবিআইয়ের একজন সহকারী জেনারেল ম্যানেজার। তিনি বিদ্যালয়ের পড়াশুনা বেঙ্গালুরু এবং মুম্বইয়ে করেছিলেন।[২] তিনি একবছরের জন গ্রাহকসেবা নির্বাহী হিসাবে নাভি মুম্বইয়ের বিপিওতে উইপ্রোর সাথে তার কর্মজীবন শুরু করেছিলেন।[৩] ২০১০ সালে তিনি সিকিমের মণিপাল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ কোর্স করছিলেন।[৪]
তিনি বলেছিলেন যে তিনি কখনও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন না। তিনি প্রথমে একজন প্রযোজকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, তবে তার বন্ধুরা তাকে চলচ্চিত্রর পা রাখার জন্য জোর দিয়েছিলেন এবং হানি হানি ছবিটিতে পার্শ্ব অভিনয় হিসাবে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন।[২]
রম্যা ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় চলচ্চিত্র হানি হানি দিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছিলেন।[৫] পরবর্তীতে তিনি সিন্ধেশ পরিচালিত নিনায়রে অভিনয় করেছিলেন। যদিও ছবিটি বক্স অফিসে কোনো প্রভাব তৈরি করতে ব্যর্থ হয়েছিল, তবে রম্যার অভিনয় প্রশংসিত হয়েছিল। যার ফলস্বরুপ তিনি অভিনেতা যোগরাজ ভাট এর প্রযোজনায় পঞ্চরঙ্গি এবং ত রাজকুমার অভিনীত হুডুগারু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[৬] উভয় চরিত্রেই তার অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ সহায়ক অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - কন্নড় এর জন্য মনোনয়ন পেয়েছিলেন।[৭][৮] এর আগে তিনি তামিল ও তেলুগু ছবি মাথিয়া চেন্নাই (তামিল) এবং ক্ষুদ্রা (তেলুগু)-তেও অভিনয় করেছিলেন।[২]
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
২০০৮ | হানি হানি | কন্নড় | ||
নিনায়রে | মেঘা | |||
ক্ষুদ্রা | তেলুগু | |||
২০০৯ | নান্নেডিয়া হাডু | পল্লবী | কন্নড় | |
মাথিয়া চেন্নাই | তামিল | |||
২০১০ | নী বান্দু নিনতাগা | কন্নড় | ||
পঞ্চরঙ্গি | লতা | মনোনীত, শ্রেষ্ঠ সহায়ক অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার - কন্নড় | ||
২০১১ | হুডুগারু | সুষ্মা | মনোনীত, শ্রেষ্ঠ সহায়ক অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার - কন্নড় | |
পঞ্চম্রুতা | নব্য | |||
লাইফু ইশতেনে | ||||
পরমাত্মা | পবিত্রা | |||
ওরিয়ার্ডোরি আসাল | প্রিয়া | তুলু | মনোনীত, শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য রেড এফএম তুলু চলচ্চিত্র পুরস্কার | |
মল্লিকার্জুনা | নন্দিনী | কন্নড় | ||
২০১৩ | বুলবুল | নিশা | ||
২০১৫ | নটোরিয়াস | |||
অদ্রুষ্ট | ||||
দুধসাগর | বিশেষ উপস্থিতি[৯] | |||
মাদিম[১০] | তুলু | |||
২০১৬ | শ্রী সত্যনারায়ণ | কন্নড় | ||
২০১৭ | অন্বেষী | |||
টস | ||||
প্রেময়া নমঃ |