রয় রাইট ১৯৭৬ থেকে ১৯৭৭ সালের মধ্যে ১৭ মাস ব্রিটিশ সংবাদপত্র ডেইলি এক্সপ্রেসের সম্পাদক ছিলেন।[১][২] রাইটকে ইভনিং স্ট্যান্ডার্ডে উপ-সম্পাদক হিসাবে পূর্ববর্তী পদ থেকে পদোন্নতি দেওয়া হয়েছিল। তার আমলে, ডেইলি এক্সপ্রেস ব্রডশীট থেকে ট্যাবলয়েড ফরম্যাটে রূপান্তরিত হয়েছিল।[২] ১৯৭৭ সালের জুন মাসে ভিক্টর ম্যাথিউস কাগজটি কেনার কিছু পরে, ডেরেক জেমসন রাইটের স্থলাভিষিক্ত হন।[৩][৪][৫]
গণমাধ্যম ক্ষেত্রের পদ | ||
---|---|---|
পূর্বসূরী অ্যালিস্টার বার্নেট |
ডেইলি এক্সপ্রেসের সম্পাদক ১৯৭৬ – আগস্ট ১৯৭৭ |
উত্তরসূরী ডেরেক জেমসন |