![]() | ||||
পূর্ণ নাম | কনিঙ্কলিয়েকে ভোয়েতবাল ওস্টেন্ডে | |||
---|---|---|---|---|
ডাকনাম | ডে কুস্টবয়েজ | |||
প্রতিষ্ঠিত | ১৯০৪ | |||
মাঠ | ভের্সলেস এরিনা | |||
ধারণক্ষমতা | ৮,৪০০[১] | |||
মালিক | চিন লি প্যাসিফিক মিডিয়া গ্রুপ পার্টনার পাথ ক্যাপিটাল ক্রিশেন সুড | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | বেলজীয় প্রথম বিভাগ এ | |||
২০১৯–২০ | ১৫তম | |||
| ||||
কনিঙ্কলিয়েকে ভোয়েতবাল ওস্টেন্ডে (এছাড়াও কেভি ওস্টেন্ডে (ওলন্দাজ উচ্চারণ: [kaːˌveː oːˈstɛndə] বা [- oːstˈʔɛndə]), রয়্যাল ফুটবল ক্লাব ওস্টেন্ডে ,অথবা শুধুমাত্র কেভিও নামে পরিচিত) হচ্ছে ওস্টেন্ডে ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কেভি ওস্টেন্ডে তাদের সকল হোম ম্যাচ ওস্টেন্ডের ভের্সলেস এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৮,৪০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আলেক্সান্ডার ব্লেসিন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফ্রাঙ্ক ডির্কেন্স। ফরাসি মধ্যমাঠের খেলোয়াড় কেভিন ভন্দেদ্রিশ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, কেভি ওস্টেন্ডে এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি বেলজীয় দ্বিতীয় বিভাগ এবং ২টি বেলজীয় দ্বিতীয় বিভাগ চূড়ান্ত পর্ব শিরোপা রয়েছে।
টেমপ্লেট:রয়্যাল ফুটবল ক্লাব ওস্টেন্ডে টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ