রয়্যাল মিলিটারি কলেজ, স্যান্ডহার্স্ট | |
---|---|
![]() স্যান্ডহার্স্টে নতুন কলেজ ভবন | |
সক্রিয় | ১৮০১–১৯৩৯/১৯৪৭ |
দেশ | ![]() |
শাখা | ![]() |
ভূমিকা | অফিসার প্রশিক্ষণ |
গ্যারিসন/সদরদপ্তর | স্যান্ডহার্স্ট, বার্কশায়ার |
কমান্ডার | |
গভর্নর, কম্যান্ড্যান্ট | স্যান্ডহার্স্টের গভর্নর ও কম্যান্ড্যান্ডদের তালিকা |
রয়্যাল মিলিটারি কলেজ (ইংরেজি: Royal Military College; সংক্ষেপে আরএমসি) ছিল ব্রিটিশ ও ভারতীয় সেনাবাহিনীর পদাতিক ও অশ্বারোহী অফিসারদের প্রশিক্ষণের নির্মিত একটি ব্রিটিশ সেনাবাহিনী সামরিক আকাদেমি। এটি প্রথমে ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ারের গ্রেট মার্লো [১] ও হাই উইকম্বে ১৮০১ সালে স্থাপিত ও ১৮০২ সালে প্রতিষ্ঠিত হয়।[২][৩] ১৮১২ সালের অক্টোবরে এটিকে বার্কশায়ারের স্যান্ডহার্স্টে সরিয়ে আনা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর আরএমসি পুনর্গঠিত হয়। কিন্তু এর কয়েকটি ইউনিট স্যান্ডহার্স্ট ও অল্ডারশটে কার্যকর থাকে।[৪] ১৯৪৭ সালে আরএমসি রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি, উলউইচের সঙ্গে মিশে গিয়ে বর্তমান রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি স্যান্ডহার্স্ট গঠন করে।[৫]