![]() | |||
পূর্ণ নাম | রয়্যাল শার্লেরোয়া স্পোর্টিং ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | লে জেব্র (জেব্রা), লে কারোলো | ||
প্রতিষ্ঠিত | ১ জানুয়ারি ১৯০৪ | ||
মাঠ | স্টাড ডু পেস ডে শার্লেরোয়া, শার্লেরোয়া | ||
ধারণক্ষমতা | ১৫,০০০[১] | ||
সভাপতি | ![]() | ||
পরিচালন অধিকর্তা | ![]() | ||
প্রধান কোচ | ![]() | ||
লিগ | বেলজীয় প্রথম বিভাগ এ | ||
২০১৯–২০ | ৩য় | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
রয়্যাল শার্লেরোয়া স্পোর্টিং ক্লাব (এছাড়াও আর শার্লেরোয়া এসসি অথবা শুধুমাত্র আরসিএসসি নামে পরিচিত) হচ্ছে শার্লেরোয়া ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৯০৪ সালের ১লা জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আর শার্লেরোয়া এসসি তাদের সকল হোম ম্যাচ শার্লেরোয়ার স্টাড ডু পেস ডে শার্লেরোয়ায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৫,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন করিম বেনহোসাইন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফাবিয়েঁ দেবেক। বেলজীয় রক্ষণভাগের খেলোয়াড় দোরিয়ান দেসোলেই এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, আর শার্লেরোয়া এসসি এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি বেলজীয় দ্বিতীয় বিভাগ এবং ১টি বেলজীয় দ্বিতীয় বিভাগ চূড়ান্ত পর্ব শিরোপা রয়েছে।
টেমপ্লেট:রয়্যাল শার্লেরোয়া স্পোর্টিং ক্লাব টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ