![]() | ||||
পূর্ণ নাম | কোনিখিশে আলখেমেইনে স্পোর্টভেরেনিগিং ইউপেন | |||
---|---|---|---|---|
ডাকনাম | পান্ডা | |||
প্রতিষ্ঠিত | ১৯৪৫ | |||
মাঠ | কেহরভেগস্টডিওন | |||
ধারণক্ষমতা | ৮,৩৬৩ | |||
মালিক | এএসপিআইআরই জোন ফাউন্ডেশন | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | বেলজীয় প্রথম বিভাগ এ | |||
২০১৯–২০ | ১৩তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
কোনিখিশে আলখেমেইনে স্পোর্টভেরেনিগিং ইউপেন (এছাড়াও কেএএস ইউপেন অথবা শুধুমাত্র ইউপেন নামে পরিচিত) হচ্ছে ইউপেন ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কেএএস ইউপেন তাদের সকল হোম ম্যাচ ইউপেনের কেহরভেগস্টডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৮,৩৬৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন বেনিয়াত সান হোসে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ডিটার স্টেফেন্স। বেলজীয় মধ্যমাঠের খেলোয়াড় সিবে ব্লন্ডেলে এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[১]
টেমপ্লেট:রয়্যাল স্পোর্টস ক্লাব ইউপেন টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ