রহিম ইয়ার খান رحیم یار خان | |
---|---|
জেলা সদর দফতর | |
রহিম ইয়ার খানের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৮°২৫′১২″ উত্তর ৭০°১৮′০″ পূর্ব / ২৮.৪২০০০° উত্তর ৭০.৩০০০০° পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | পাঞ্জাব |
জেলা | রহিম ইয়ার খান |
সরকার | |
• ডেপুটি কমিশনার | সোরাক আমান রানা |
আয়তন | |
• মোট | ৪৫ বর্গকিমি (১৭ বর্গমাইল) |
উচ্চতা | ৮০ মিটার (২৬০ ফুট) |
জনসংখ্যা | |
• আনুমানিক (২০১৭) | ৪,২০,৪১৯[১] |
সময় অঞ্চল | PST (ইউটিসি+৫) |
কলিং কোড | ০৬৮ |
রহিম ইয়ার খান ( رحیم یار خان) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি শহর।[২]
এটি রহিম ইয়ার খান জেলা এবং রহিম ইয়ার খান তেহসিলের রাজধানী। এই শহরের প্রশাসন নয়টি ইউনিয়ন পরিষদে উপবিভক্ত। ১৮৮১ সালে, ভাওয়ালপুরের নবাব এই শহরের বর্তমান নাম তার প্রথম সন্তান এবং যুবরাজ রহিম ইয়ার খানের নামে দিয়েছিলেন।[৩][৪]
১৯৯৮ সালে শহরের জনসংখ্যা ছিল ২৩৩,৫৩৭, তবে পাকিস্তানের ২০১১ সালের আদমশুমারি অনুসারে, জনসংখ্যা ১৯ বছরে প্রায় ৮০.০২% বৃদ্ধি পেয়ে বেড়ে দাঁড়িয়েছে ৪২০,৪১৯।[৫]
জেলার স্বাক্ষরতার হার দশম শ্রেণি স্তর বিদ্যালয়ের মোট ৩৮%, যা স্থানীয়ভাবে 'ম্যাট্রিক পরীক্ষায় স্নাতক' নামে পরিচিত।[৬]
শহরে কয়েকটি উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, এর কয়েকটি নিম্নরূপ: