রহিমুল্লাহ ইউসুফজাই (رحیم الله یوسفزئی) (জন্ম: ১০ সেপ্টেম্বর , ১৯৫৪) একজন পাকিস্তানি সাংবাদিক এবং রাজনৈতিক ও সুরক্ষা বিশ্লেষক, ওসামা বিন লাদেন এবং আফগান তালেবান নেতা মোল্লা ওমরের সাক্ষাত্কারের জন্য সবচেয়ে বেশি পরিচিত। [১] তিনি একজন যুদ্ধ সংবাদদাতা। [২]
তিনি ১৯৫৪ সালের ১০ সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ার মর্দান জেলার শামজাই গ্রামে পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রাথমিক শিক্ষা তাঁর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে এবং পরে পেশোয়ার ও ঝিলামের সরকারী বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। রহিমুল্লাহ ডিজে সিন্ধু বিজ্ঞান কলেজ এবং করাচি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন।
ইউসুফজাই প্রথম সাংবাদিকতার মাঝে ছিলেন। তিনি তালিবানদের প্রতিবেদন করেছিলেন এবং ১৯৯৫ সালে আফগানিস্তানের কান্দাহার সফর করেছিলেন। তিনি আফগানিস্তানের কয়েকটি গুণী বিশেষজ্ঞদের মধ্যে একজন, তিনি ১৯৭৯ সালে প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন কর্তৃক আফগানিস্তান আক্রমণের পর থেকে এই দেশ সম্পর্কে রিপোর্ট করেছেন। ২০১৪৬ সালে, তিনি প্রায়শই একজন সংবাদ বিশ্লেষক হিসাবে জিও নিউজ টিভি চ্যানেলে উপস্থিত হতেন। [১] তিনি পেশোয়ার ব্যুরোর জাং গ্রুপের দ্য নিউজ ইন্টারন্যাশনালের বর্তমান সম্পাদক এবং মাসিক নিউজলাইনের একজন অপ-এড লেখক। ওসামা বিন লাদেনের সাথে শেষ সাক্ষাত্কারটি রাখার জন্য রহিমুল্লাহ বিশেষভাবে খ্যাত। [৩] তিনি টাইম ' পাকিস্তান সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। রহিমুল্লাহ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিবিসির পশত ও উর্দু সেবার সংবাদদাতা। [২]
ইউসুফজাই আফগান বিষয় এবং পাকিস্তানের ফেডারেল প্রশাসনিক উপজাতীয় অঞ্চল (ফাটা) এর একটি কর্তৃত্ব হিসাবে বিবেচিত হন। সাংবাদিকতায় তার সাফল্য স্বীকার করে পাকিস্তান সরকার ২০০৫ সালে তাকে প্রথমে তমঘা-ই-ইমতিয়াজ (মেডেল অব এক্সিলেন্স) দিয়ে ভূষিত করে। তারপরে ২৩ শে মার্চ ২০১০-তে তিনি সাংবাদিকতার ক্ষেত্রে কৃতিত্বের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতির কাছ থেকে সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কার (স্টার অফ এক্সিলেন্স) পেয়েছিলেন। [৪]