রাই লক্ষ্মী | |
---|---|
জন্ম | লক্ষী রাই ৫ মে ১৯৮৫[note ১] |
জাতীয়তা | ভারত |
পেশা | অভিনেত্রী, মডেল, মঞ্চ অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৫ - বর্তমান |
রাই লক্ষ্মী (জন্ম হয় লক্ষ্মী রাই হিসেবে ৫ই মে, ১৯৮৫)[১][২] হলেন একজন ভারতীয় চলচ্চিত্র জগৎ এর নায়িকা যিনি মূলত তামিল, মালায়লম এবং তেলুগু ভাষার চলচ্চিত্রে কাজ করেন। বলিউড এ করা তার প্রথম চলচ্চিত্র হলো জুলি ২ (২০১৭)[৩][৪] তার মূল খ্যাতি হলো চিরঞ্জীবী এনং বালকৃষ্ণ এর সাথে করা আইটেম গানগুলি।