রাইজিং স্টার একাডেমি | |
---|---|
![]() | |
অবস্থান | |
![]() | |
৪৬১৩ কটেজ প্লেস ইউনিয়ন সিটি, নিউ জার্সি ০৭০৮৭ | |
স্থানাঙ্ক | ৪০°৪৬′৫২″ উত্তর ৭৪°০১′২৪″ পশ্চিম / ৪০.৭৮১১৯° উত্তর ৭৪.০২৩৩০° পশ্চিম |
তথ্য | |
ধরন | বেসরকারি |
নীতিবাক্য | জ্ঞান-নেতৃত্ব-বিশ্বাস |
প্রতিষ্ঠাকাল | ২০০৯ |
অধ্যক্ষ | হালা শেহদেহ[১] |
অনুষদ | ২২.৫ (এফটিই)[২] |
শ্রেণি | প্রাক কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী |
ভর্তি | ১৯৬ (২০১৫–-১৬ শিক্ষাবর্ষ হিসাবে) (প্রাক কিন্ডারগার্টেন আরও ১৪ জন)[২] |
ছাত্র-শিক্ষক অনুপাত | ৮.৭:১[২] |
ওয়েবসাইট | http://www.rsanj.org/ |
রাইজিং স্টার একাডেমি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ইউনিয়ন সিটিতে অবস্থিত একটি বেসরকারি ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান। ২০০৯ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এটি প্রাক কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করায়।[৩]
২০১৫–১৬ শিক্ষাবর্ষ হিসাবে, বিদ্যালয়ে শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত ৮.৭:১ এবং এতে ১৯৬ জন শিক্ষার্থী (প্রাক কিন্ডারগার্টেন আরও ১৪ জন) এবং ২২ জন শ্রেণিকক্ষের শিক্ষক (একটি এফটিই ভিত্তিতে) ছিল। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯৬.৪% শ্বেতাঙ্গ, ২.০% হিস্পানিক এবং ১.৫% কৃষ্ণাঙ্গ ছিল।[২]
২০০৯ সালের সেপ্টেম্বরে রাইজিং স্টার একাডেমিটি নর্থ হাডসন ইসলামিক এডুকেশনাল সেন্টার দ্বারা প্রতিষ্ঠিত করা হয়। ১৯৯২ সালে ইউনিয়ন সিটিতে একটি সুন্নি মুসলিম মসজিদ প্রতিষ্ঠিত করা হয়। মসজিদের ২,০০০ সদস্য মণ্ডলীতে ক্যাথলিক ধর্মের মতো অন্যান্য ধর্ম থেকে প্রায় ৫০০ লাতিনো ধর্মান্তরিত ব্যক্তি অন্তর্ভুক্ত।[৩]
২০১৬ সালের মে মাসে স্কুলটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কিত মিডল স্টেটস অ্যাসোসিয়েশন অফ কলেজস অ্যান্ড স্কুলস সংগঠন থেকে স্বীকৃতি পেয়েছে।[৪] স্বীকৃতিটি সাত বছর মেয়াদী ছিল সেটা ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল।[৫]