রাওডি রাঠোর

রাওডি রাঠোর
রাওডি রাঠোর চলচ্চিত্রের পোস্টার
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকপ্রভু দেবা
প্রযোজক
রচয়িতাসিরাজ আহমেদ
কাহিনিকারভি. বিজয়েন্দ্র প্রসাদ
উৎসএস.এস. রাজামৌলি কর্তৃক 
বিক্রমকুডু
শ্রেষ্ঠাংশে
সুরকার
চিত্রগ্রাহকসন্তোষ থুন্ডিয়িল
সম্পাদকআরতি বাজাজ
প্রযোজনা
কোম্পানি
  • ইউটিভি মোশন পিকচার্স
  • বনশালি প্রোডাকশন
পরিবেশকইউটিভি মোশন পিকচার্স
মুক্তি
স্থিতিকাল১৪০ মিনিট[]
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৬০ কোটি
আয়২৮১ কোটি[]

রাওডি রাঠোর হলো ২০১২ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার মারপিটধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র,[] যা পরিচালনা করেছেন প্রভু দেবা এবং বনশালি প্রোডাকশন ও ইউটিভি মোশন পিকচার্সের ব্যানারের অধীনে প্রযোজনা করেছেন সঞ্জয় লীলা বনশালি এবং রনি স্ক্রুওয়ালা। এটি ভি. বিজয়েন্দ্র প্রসাদ রচিত একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে এস.এস. রাজামৌলি পরিচালিত ২০০৬ সালের তেলুগু ব্লকবাস্টার চলচ্চিত্র বিক্রমকুডু-এর পুনর্নির্মাণ। চলচ্চিত্রটিতে অক্ষয় কুমার একজন সাহসী পুলিশ অফিসার এবং চোরের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।[]

৬০ কোটির বাজেটে প্রাথমিকভাবে মুম্বই এবং হাম্পিতে চিত্রায়িত[] রাওডি রাঠোর ১ জুন ২০১২-এ বিশ্বব্যাপী মুক্তি পায়। এর সঙ্গীতায়োজন করেছেন সাজিদ-ওয়াজিদ[] এটি সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি। চলচ্চিত্রটি  ২৮১.৩৯ কোটি (ইউএস$ ৩৪.৪ মিলিয়ন) আয় নিয়ে ভারত এবং বিশ্বব্যাপী বক্স অফিসে একটি ব্লকবাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছিল।[][]

অভিনয়ে

[সম্পাদনা]
  • অক্ষয় কুমার — শিবম "শিবা" ভরদ্বাজ / এএসপি বিক্রম সিং রাঠোর আইপিএস (দ্বৈত ভূমিকা)
  • সোনাক্ষী সিনহা — পার্বতী "পারো" ভরদ্বাজ; শিবার গার্লফ্রেন্ড ও পরে স্ত্রী
  • অনন্যা নায়ক — চিঙ্কি সিং রাঠোর; বিক্রমের মেয়ে, শিবা এবং পারোর দত্তক কন্যা
  • পরেশ গণাত্র — ২জি; শিবার বন্ধু
  • নছর — বাপজি; প্রধান প্রতিপক্ষ
  • সুপ্রীত রেড্ডি — তিতলা; বাপজির ছোট ভাই
  • যশপাল শর্মা — ইন্সপেক্টর বিশাল শর্মা
  • জাসবিন্দর গার্ডনার — নির্মলা শর্মা; বিশাল শর্মার স্ত্রী
  • সানিয়া আঙ্কলেসারিয়া — ইন্সপেক্টর বিশাল শর্মার মেয়ে
  • মীত মুখি — ইন্সপেক্টর বিশাল শর্মার ছেলে
  • রাজ অর্জুন — জগদীশ; সোনুর বাবা
  • গুরদীপ কোহলি — ইন্সপেক্টর রাজিয়া খান
  • মুশতাক খান — বাপজির শ্যালক
  • অমিত তিওয়ারি — মুন্না, বাপজির ছেলে
  • অনন্ত জগ — মন্ত্রী
  • দর্শন জারিওয়ালা — ডিজিপি সুরজ প্রকাশ শর্মা আইপিএস
  • পূজা রাওয়াল — মিসেস রাঠোর (ছবিতে)
  • শিরেশ শর্মা — পারো ভরদ্বাজের বাবা
  • শ্রুতি বাপনা — পারো ভরদ্বাজের বান্ধবী
  • অশোক সমর্থ — বাবু

বিশেষ উপস্থিতি

[সম্পাদনা]

সাউন্ডট্র‍্যাক

[সম্পাদনা]
রাওডি রাঠোর
কর্তৃক সাউন্ডট্র‍্যাক
মুক্তির তারিখ২৭ এপ্রিল ২০১২ (27 April 2012)
শব্দধারণের সময়২০১২
ঘরানাফিচার ফিল্ম সাউন্ডট্র‍্যাক
দৈর্ঘ্য২৯:৩৪
সঙ্গীত প্রকাশনীইউটিভি মিউজিক
সনি মিউজিক ইন্ডিয়া
সা রে গা মা
প্রযোজকসাজিদ-ওয়াজিদ
সাজিদ-ওয়াজিদ কালক্রম
হাউজফুল ২
(২০১২)
রাওডি রাঠোর
(২০১২)
তেরি মেরি কাহানী
(২০১২)
নং.শিরোনামগীতিকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."ঢাডাং ঢেং ঢেং"ফায়েজ আনোয়ারসাজিদ, শ্রেয়া ঘোষাল৪:৩৫
২."চিনতা তা তা চিতা চিতা"সমীর আনজানমিকা সিং, ওয়াজিদ৪:২১
৩."আ রে প্রিতম পেয়ারে"সমীর আনজানমমতা শর্মা, সরস সামি৪:১৯
৪."চাম্মাক চালো ছেল ছাবেলি"ফায়েজ আনোয়ারকুমার শানু, শ্রেয়া ঘোষাল৫:০৪
৫."তেরা ইশক বাড়া তিখা"সমীর আনজানজাভেদ আলী, শ্রেয়া ঘোষাল৪:২৫
৬."চান্দানিয়া (লোরি লোরি)"সমীর আনজানশ্রেয়া ঘোষাল৩:৫২
৭."রাওডি মিক্স"সিরাজ আহমেদ, সাজিদঅক্ষয় কুমার, সরস সামি৪:১৩
মোট দৈর্ঘ্য:২৯:৩৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rowdy Rathore – British Board of Film Classification"। ২৮ মে ২০১২। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১২ 
  2. "Rowdy Rathore Box Office Collection | India | Day Wise | Box Office - Bollywood Hungama" 
  3. "Rowdy Rathore (2012) - Prabhu Deva"AllMovie 
  4. "Full cast and crew for Rowdy Rathore"। bollywoodhungama। 
  5. "Rowdy Rathore's shoot creates problems in Hampi"। bollywoodhungama। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১২ 
  6. "Friday Release: Action packed 'Rowdy Rathore'"। IBNLive। ৩১ মে ২০১২। ১ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১২ 
  7. "Top Ten All Time Worldwide Grossers: EK THA TIGER 300 crore plus"। boxofficeindia। ১৫ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১২ 
  8. "Rowdy Rathore Is First Blockbuster of 2012"। ১১ জুন ২০১২। ১৬ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২ 
  9. Subramanian, Anupama (১ মে ২০১২)। "Vijay to dance in Bollywood"Deccan Chronicle। Chennai। ২ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০১২ 
  10. "Vijay does Rowdy Rathore song free"Hindustan Times। ৬ মে ২০১২। সংগ্রহের তারিখ ২০১৫-১১-২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]