রাওডি রাঠোর | |
---|---|
পরিচালক | প্রভু দেবা |
প্রযোজক | |
রচয়িতা | সিরাজ আহমেদ |
কাহিনিকার | ভি. বিজয়েন্দ্র প্রসাদ |
উৎস | এস.এস. রাজামৌলি কর্তৃক বিক্রমকুডু |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার |
|
চিত্রগ্রাহক | সন্তোষ থুন্ডিয়িল |
সম্পাদক | আরতি বাজাজ |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | ইউটিভি মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪০ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৬০ কোটি |
আয় | ₹২৮১ কোটি[২] |
রাওডি রাঠোর হলো ২০১২ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার মারপিটধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র,[৩] যা পরিচালনা করেছেন প্রভু দেবা এবং বনশালি প্রোডাকশন ও ইউটিভি মোশন পিকচার্সের ব্যানারের অধীনে প্রযোজনা করেছেন সঞ্জয় লীলা বনশালি এবং রনি স্ক্রুওয়ালা। এটি ভি. বিজয়েন্দ্র প্রসাদ রচিত একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে এস.এস. রাজামৌলি পরিচালিত ২০০৬ সালের তেলুগু ব্লকবাস্টার চলচ্চিত্র বিক্রমকুডু-এর পুনর্নির্মাণ। চলচ্চিত্রটিতে অক্ষয় কুমার একজন সাহসী পুলিশ অফিসার এবং চোরের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।[৪]
₹ ৬০ কোটির বাজেটে প্রাথমিকভাবে মুম্বই এবং হাম্পিতে চিত্রায়িত[৫] রাওডি রাঠোর ১ জুন ২০১২-এ বিশ্বব্যাপী মুক্তি পায়। এর সঙ্গীতায়োজন করেছেন সাজিদ-ওয়াজিদ।[৬] এটি সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি। চলচ্চিত্রটি ₹ ২৮১.৩৯ কোটি (ইউএস$ ৩৪.৪ মিলিয়ন) আয় নিয়ে ভারত এবং বিশ্বব্যাপী বক্স অফিসে একটি ব্লকবাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছিল।[৭][৮]
রাওডি রাঠোর | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক | ||||
মুক্তির তারিখ | ২৭ এপ্রিল ২০১২ | |||
শব্দধারণের সময় | ২০১২ | |||
ঘরানা | ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক | |||
দৈর্ঘ্য | ২৯:৩৪ | |||
সঙ্গীত প্রকাশনী | ইউটিভি মিউজিক সনি মিউজিক ইন্ডিয়া সা রে গা মা | |||
প্রযোজক | সাজিদ-ওয়াজিদ | |||
সাজিদ-ওয়াজিদ কালক্রম | ||||
|
নং. | শিরোনাম | গীতিকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "ঢাডাং ঢেং ঢেং" | ফায়েজ আনোয়ার | সাজিদ, শ্রেয়া ঘোষাল | ৪:৩৫ |
২. | "চিনতা তা তা চিতা চিতা" | সমীর আনজান | মিকা সিং, ওয়াজিদ | ৪:২১ |
৩. | "আ রে প্রিতম পেয়ারে" | সমীর আনজান | মমতা শর্মা, সরস সামি | ৪:১৯ |
৪. | "চাম্মাক চালো ছেল ছাবেলি" | ফায়েজ আনোয়ার | কুমার শানু, শ্রেয়া ঘোষাল | ৫:০৪ |
৫. | "তেরা ইশক বাড়া তিখা" | সমীর আনজান | জাভেদ আলী, শ্রেয়া ঘোষাল | ৪:২৫ |
৬. | "চান্দানিয়া (লোরি লোরি)" | সমীর আনজান | শ্রেয়া ঘোষাল | ৩:৫২ |
৭. | "রাওডি মিক্স" | সিরাজ আহমেদ, সাজিদ | অক্ষয় কুমার, সরস সামি | ৪:১৩ |
মোট দৈর্ঘ্য: | ২৯:৩৪ |