রাকুল প্রীত সিং | |
---|---|
জন্ম | [১][২] | ১০ অক্টোবর ১৯৯০
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | জিসাস এন্ড মেরি কলেজ, ইউনিভার্সিটি অব দিল্লী |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০৯ সাল – বর্তমান |
মডেলিং তথ্য | |
উচ্চতা | ৫ ফুট ৮.৫ ইঞ্চি (১.৭৪ মিটার)[৩] |
রাকুল প্রীত সিং (হিন্দি: राकुल प्रीत सिंह, পাঞ্জাবি: ਰਾਕੁਲ ਪ੍ਰੀਤ ਸਿੰਘ) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল যিনি বিশেষ করে তেলুগু চলচ্চিত্রে কাজ করে থাকেন।[৫] তাকে তামিল, বলিউডে এবং কর্ণাঠক চলচ্চিত্রে কাজ করতেও দেখা যায়। কলেজ থাকাকালীন সময় থেকে রাকুল মডেলিংয়ের সাথে যোগ দেন এবং এমন সময়ে তিনি কর্ণাঠক ছবি গিল্লি (২০০৯) দিয়ে চলচ্চিত্র জীবনে পদচারণা শুরু করেন। ২০১১ সালে তিনি ফেমিনা মিস্ ইন্ডিয়াতে নাট্যাভিনয়ে (pageant) যোগদান করে পঞ্চম স্থান পান এবং 'মিস ইন্ডিয়া (জনতার বিচারে)'-সহ পাঁচটি নাট্য পদবী লাভ করেন।[৬] পরবর্তীকালে তিনি নিজেকে পুরোদমে অভিনেত্রী হিসেবে নির্বাচন করেন এবং একই বছর তিনি প্রথম তেলুগু চলচ্চিত্র কেরাটাম করেন। পরের বছর করেন প্রথম তামিল ছবি থাডাইয়ারা থাক্কা। ২০১৪ সালে তিনি প্রথম হিন্দি ছবি ইয়ারিয়া দিয়ে বলিউডে পা রাখেন। ছবিটিতে তার কাজ সমাদৃত হয়। রাকুলের ব্যবসায়িকভাবে করা এপর্যন্ত ছবিগুলো হলো ভেঙ্কটাদ্রি এক্সপ্রেস (২০১৩), কারেন্ট থিগা (২০১৪) ও লৌকায়াম (২০১৪), যা তাকে ইন্ডাস্ট্রির বড় বড় প্রজেক্টের ছবিতেগুলো যেমন কিক্ ২ (২০১৫), ব্রুস লি (২০১৫), নান্নাকু প্রেমাথো (২০১৬) এবং সাররাইনোডু (২০১৬) ইত্যাদিতে নির্বাচিত হতে সহায়তা করে।
নয়া দিল্লিতে তিনি একটি সম্ভ্রান্ত পাঞ্জাব পরিবারে জন্মগ্রহণ করেন।[৭] রাকুল আর্মি পাবলিক স্কুল, দাউলা কুয়ান-এ পড়ালেখা করেন এবং পরে গণিতে জিসাস এন্ড মেরি কলেজ, ইউনিভার্সিটি অব দিল্লীতে পড়াশুনা করেন।[৮] তিনি গলফ খেলার একজন সক্রিয় খেলোয়াড় ছিলেন এবং জাতীয় পর্যায়েও অংশ নেন।[৯]
রাকুল প্রীত সিং সামাজিক কাজেও যুক্ত আছেন। ভারতের অন্যতম সামাজিক আন্দোলন 'বেটি বাঁচাও' প্রোগ্রামের শুভেচ্ছাদূত হিসেবে দায়ীত্ব পালন করছেন তিনি।[১০]
যে ছবিগুলো এখনো মুক্তি পায়নি |
বছর | সিনেমা | ভূমিকা | ভাষা | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|---|
২০০৯ | গিল্লি | অনিতা | কন্নড় | কন্নড় সিনেমায় অভিষেক | [১১] |
২০১১ | কেরাটাম | সঙ্গীতা | তেলুগু | তেলুগু সিনেমায় অভিষেক | |
২০১১ | ইউভান | মীরা | তামিল | ||
২০১২ | থাডাইয়ারা থাক্কা | গায়ত্রী রামাকৃষ্ণা | তামিল | তামিল সিনেমায় অভিষেক | |
২০১৩ | পুথাগাম | দিব্য | তামিল | ||
২০১৩ | ভেঙ্কটাদ্রি এক্সপ্রেস | প্রার্থনা | তেলুগু | মনোনীত -ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনেত্রী – তেলুগু | |
২০১৪ | ইয়ারিয়াঁ | সালোনি | হিন্দি | হিন্দি সিনেমায় অভিষেক | |
২০১৪ | ইয়েন্নামো ইয়েধো | নিত্য | তামিল | ||
২০১৪ | রাফ | নন্দু | তেলুগু | ||
২০১৪ | লৌক্যাম | চন্দ্রকলা | তেলুগু | মনোনীত-ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনেত্রী – তেলুগু | |
২০১৪ | কারেন্ট থিগা | কবিতা | তেলুগু | ||
২০১৫ | পান্ডাগা চেস্কো | দিব্য | তেলুগু | ||
২০১৫ | কিক ২ | চৈত্রা | তেলুগু | ||
২০১৫ | ব্রুস লী : দ্য ফাইটার | রিয়া | তেলুগু | ||
২০১৫ | ব্রুস লি: দ্য ফাইটার | রিসোমি | রিয়া | ||
২০১৬ | নান্নাকু প্রেমাথো | দিব্যাঙ্কা | তেলুগু | [১২] | |
২০১৬ | সাররাইনোডু | মহা লক্ষ্মী | তেলুগু | ||
২০১৬ | ধ্রুবা | ঈশিকা | তেলুগু | ||
২০১৬ | শিরোনামহীন বয়পতি শ্রীনু প্রকল্প | তেলুগু | প্রাক্-প্রোডাকশন | ||
২০১৮ | আইয়ারী | সনিয়া গুপ্তা | হিন্দি | ||
২০১৯ | দে দে পিয়ার দে | হিন্দি | |||
২০২০ | শিমলা মির্চি | হিন্দি |