রাক্ষসুদু | |
---|---|
পরিচালক | রমেশ ভর্মা |
প্রযোজক | হভিশ সত্যনারায়ণ কোনেরু |
রচয়িতা | সাগর (সংলাপ) |
চিত্রনাট্যকার | রমেশ ভর্মা |
কাহিনিকার | রাম কুমার |
উৎস | রাম কুমার পরিচালিত রাতসাসান |
শ্রেষ্ঠাংশে | বেল্লামকোন্ডা শ্রীনিবাস অনুপমা পরমেশ্বরন |
সুরকার | ঘিবরন |
চিত্রগ্রাহক | ভেঙ্কট দিলীপ চুন্দুরু |
সম্পাদক | অমর রেড্ডি কুদুমুলা |
প্রযোজনা কোম্পানি | এ স্টুডিও |
পরিবেশক | অভিষেক পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তেলুগু |
নির্মাণব্যয় | ₹১৬ কোটি[১] |
আয় | প্রা. ₹২৩ কোটি[২] |
রাক্ষসুদু হলো ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ভাষার মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর চলচ্চিত্র (এটি ২০১৮ সালের জনপ্রিয় তামিল চলচ্চিত্র রাতসাসানের তেলুগু পুননির্মাণ)। ছবিটি পরিচালনা করেছেন রমেশ ভার্মা এবং সংগীত পরিচালনা করেছেন ঘিবরান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বল্লমকোন্ডা শ্রীনিবাস, অনুপমা পরমেশ্বরন এবং সারাভানান ছাড়া আরো অনেক রয়েছে। ২০১৯ সালের ২ই আগস্টে ছবিটি মুক্তি পায়।[৩][৪][৫] [৬][৭]