টেমপ্লেট:Hindustani Classical Music
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত
কাফি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ রাগ
ঠাট : কাফি।
আরোহণ : সা রে জ্ঞ ম প ধ ণি র্সা।
অবরোহণ: র্সা ণি ধ প ম জ্ঞ রে সা।
জাতি : সম্পূর্ণ সম্পূর্ণ।
বাদি : প।
সমবাদী : স।
অঙ্গ : পূর্বাঙ্গ।
পরিবেশনন সময় : মধ্যরাত্রি।
প্রকৃতি : চঞ্চল।
পকড় : সা সা, রে রে, জ্ঞ জ্ঞ, ম ম প।
ন্যাস স্বর : রে,জ্ঞ,ম,প।
রূপ :সা রে জ্ঞ ম প ধ ণ। অর্থাৎ, এই রাগে গ ও ন এর বিকৃত স্বর ব্যবহার হয়।
এই রাগে ধ্রুপদ, ভজন ও ঠুংরি গান গাওয়া হয়। কখনো কখনো শুদ্ধ রুপে গ ও নি ব্যবহার করা হয়। কর্ণাটী সংগীত এ রাগ কে ' খরহর প্রিয়া' বলা হয়।
সংগীত তত্ত্ব ; দেবব্রত দত্ত
Hindustani Sangeet Paddhati and his concise commentary, A Comparative Study of Some of the Leading Music Systems of the 15th, 16, 17th, & 18th Centuries by Pandit Vishnu Narayan Bhatkhande .