রাগ বিলাবল

বিলাবল
অষ্টাদশ শতাব্দীর শেষভাগে বিলাবল রাগিনীর ক্ষুদ্রচিত্র
ঠাটবিলাবল
ধরনসম্পূর্ণ (৭টির ৭)
আরহণসা রে গা মা, গা পা, ধা নি ধা নি সা'
অবরোহণসা' নি ধা, পা, মা গা, মা রে সা
পকড়
  • গা রে, গা পা ধা পা, মা গা, মা রে সা
  • গা রে গা পা, ধা নি সা'
  • সা' নি ধা পা, মা গা মা রে সা
বাদীধা
সমবাদীগা
প্রতিশব্দবিলাওয়াল
সমতুল্য

রাগ বিলাবল, বিলাবল ঠাটের অর্ন্তগত একটি রাগ। এই রাগের বৈশিষ্ট্য এবং রুপ ঠাটের সঙ্গে বেশি মিল সম্পন্ন বলে রাগটি বিলাবলের ঠাট রাগ হিসেবে পরিচিত। এ রাগে সব শুদ্ধ স্বর ব্যবহৃত হয়।

পরিচয়: সব স্বর শুদ্ধ ব্যবহৃত হয় এবং এর চলন বক্রগতি সম্পন্ন। এ রাগের সাথে কল্যাণ ঠাটের প্রচুর সাদৃশ্য থাকায় কখনো কখনো একে  প্রাত:কালের কল্যাণও বলা হয়। এই রাগের আরোহে যখনমধ্যম বর্জিত হয় এবং অবরোহে অল্প মাত্রায় কোমল নিষাদ প্রযুক্ত হয়, তখন তাকে আলহিয়া বিলাবল বলা হয়, এই রাগটিই বেশি প্রচলিত।

আরোহী: সা রে গা মা পা ধা নি র্সা

অবরোহী: র্সা নি ধা‌ পা মা‌ গা রে সা

চলন: স, গা, রা, সা, ন্ ধ্, ন্ ধ্ পা, প্ ধ্ ন্ ধ্ ন্ সা, গ র গম গ প, মগ, মর স।

পকড়: স গর গ,মগ প,মধপমপ, মগ,মর,স

বাদী স্বর: ধা

সমবাদী স্বর:‌ গা

অঙ্গ: উত্তরাঙ্গ

সময়: প্রাতঃ কাল

তথ্যসূত্র

[সম্পাদনা]