রাগিব ইস্পাহানি | |
---|---|
(আরবি): ابوالقاسم حسین ابن محمّد الراغب الاصفهانی | |
জন্ম | আবুল কাসেম হুসাইন ইবনে মুহাম্মদ ১১ শতক |
মৃত্যু | ৫০২ হিজরী/১১০৮ খ্রিষ্টাব্দ |
সমাধি | বাগদাদ |
অন্যান্য নাম | রাগিব ইস্পাহানি |
পিতা-মাতা | মুহাম্মদ ইবনে মুফাজ্জাল (বাবা) |
আল্লামা রাগিব ইস্পাহানি (আরবী: ابوالقاسم حسین ابن محمّد الراغب الاصفهانی) একজন বিখ্যাত ফিকাহবিদ, ভাষ্যকার, সাহিত্যিক ও ভাষাবিদ ছিলেন। তিনি প্রধানত আরবি ও ফারসি ভাষায় গ্রন্থ রচনা করেছেন।
তার পুরো নাম- আবুল কাসিম হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে মুফাজ্জাল ইবনে মুহাম্মদ। ইস্পাহান তার জন্মভূমি হওয়ায় তিনি রাগিব ইস্পাহানী নামে পরিচিত। [১]
তিনি ইরানের ইস্পাহান শহরে এগারো শতকে জন্মগ্রহণ করেন।[২]
তার জীবনের বিস্তারিত জানা যায় না। তিনি আব্বাসীয় শাসনামলে জীবনের বেশিরভাগ মূল্যবান সময় বাগদাদ ও ইস্পাহানে কাটিয়েছেন। আল্লামা জামখশারী তাফসির কাশফের লেখক তার গ্রন্থ থেকে অনেক উপকৃত হয়েছেন। ইমাম রাগিব ছিলেন জ্ঞান সাধনায় মগ্ন এক মনীষী। যিনি বিস্তৃত জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় রেখেছেন তার স্বাক্ষর। সাহিত্যে ও দর্শনের পাশাপাশি সমস্ত জ্ঞানে ছিলেন দক্ষ। তিনি উচুমানের আধ্ম্যাতিক সুফিও ছিলেন। তিনি কুরআনের একটি দুর্দান্ত তাফসীরও লিখেছেন। [৩]
আল্লামা যাহাবী তাকে “তবাকাতুল মুফাসসিরিন”এর মধ্যে উল্লেখ করেছেন।
ইমাম সুয়ূতী তাকে অভিধান ও ব্যাকরণবিদ ইমামদের মধ্যে গণ্য করেছেন।
ইমাম রাগিব ইস্পাহানির রচনাগুলো নিম্নরূপ:[৪]
ইমাম রাগিব ইস্পাহানি বাগদাদে ৫০২ হিজরী/১১০৮ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। [৫]