রাগিব ইস্পাহানি

রাগিব ইস্পাহানি
(আরবি): ابوالقاسم حسین ابن محمّد الراغب الاصفهانی
জন্ম
আবুল কাসেম হুসাইন ইবনে মুহাম্মদ

১১ শতক
মৃত্যু৫০২ হিজরী/১১০৮ খ্রিষ্টাব্দ
সমাধিবাগদাদ
অন্যান্য নামরাগিব ইস্পাহানি
পিতা-মাতামুহাম্মদ ইবনে মুফাজ্জাল (বাবা)

আল্লামা রাগিব ইস্পাহানি (আরবী: ابوالقاسم حسین ابن محمّد الراغب الاصفهانی) একজন বিখ্যাত ফিকাহবিদ, ভাষ্যকার, সাহিত্যিক ও ভাষাবিদ ছিলেন। তিনি প্রধানত আরবি ও ফারসি ভাষায় গ্রন্থ রচনা করেছেন।

তার পুরো নাম- আবুল কাসিম হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে মুফাজ্জাল ইবনে মুহাম্মদ। ইস্পাহান তার জন্মভূমি হওয়ায় তিনি রাগিব ইস্পাহানী নামে পরিচিত। []

তিনি ইরানের ইস্পাহান শহরে এগারো শতকে জন্মগ্রহণ করেন।[]

জীবনযাপন

[সম্পাদনা]

তার জীবনের বিস্তারিত জানা যায় না। তিনি আব্বাসীয় শাসনামলে জীবনের বেশিরভাগ মূল্যবান সময় বাগদাদইস্পাহানে কাটিয়েছেন। আল্লামা জামখশারী তাফসির কাশফের লেখক তার গ্রন্থ থেকে অনেক উপকৃত হয়েছেন। ইমাম রাগিব ছিলেন জ্ঞান সাধনায় মগ্ন এক মনীষী। যিনি বিস্তৃত জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় রেখেছেন তার স্বাক্ষর। সাহিত্যে ও দর্শনের পাশাপাশি সমস্ত জ্ঞানে ছিলেন দক্ষ। তিনি উচুমানের আধ্ম্যাতিক সুফিও ছিলেন। তিনি কুরআনের একটি দুর্দান্ত তাফসীরও লিখেছেন। []

মনীষীদের চোখে

[সম্পাদনা]

আল্লামা যাহাবী তাকে “তবাকাতুল মুফাসসিরিন”এর মধ্যে উল্লেখ করেছেন।

ইমাম সুয়ূতী তাকে অভিধান ও ব্যাকরণবিদ ইমামদের মধ্যে গণ্য করেছেন।

রচনাবলী

[সম্পাদনা]

ইমাম রাগিব ইস্পাহানির রচনাগুলো নিম্নরূপ:[]

  • محاضرات الادباء
  • حل متشابہات القرآن
  • المفردات فی غریب القرآن
  • الذریعہ الی مکارم الشریعہ
  • درۃ التاویل فی غرۃ التنزیل
  • تحقیق البیان فی تاویل القرآن
  • افانین البلاغۃ।
  • کتاب الایمان والکفر
  • تفصیل النشاتین
  • کتاب احتجاج القراء۔
  • کتاب المعانی الاکبر

মৃত্যু

[সম্পাদনা]

ইমাম রাগিব ইস্পাহানি বাগদাদে ৫০২ হিজরী/১১০৮ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "al-Raghib al-Isfahani"Oxford Reference (ইংরেজি ভাষায়)। ডিওআই:10.1093/oi/authority.20110803095402791। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৫ 
  2. "Al-Raghib al-Isfahani"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-১২। 
  3. "حضرت امام راغب اصفہانی ؒ – الفضل ڈائجسٹ" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৫ 
  4. الأصفهاني, الراغب। "مفردات ألفاظ القرآن الكريم - اردو - الراغب الأصفهاني"IslamHouse.com (উর্দু ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৫ 
  5. الأعلام، خير الدين الزركلی، دار العلم للملايين بيروت