রাঘিস্তান জেলা شهرستان راغستان | |
---|---|
স্থানাঙ্ক: ৩৭°৩৯′৫৪″ উত্তর ৭০°৩৯′২৮″ পূর্ব / ৩৭.৬৬৫০০° উত্তর ৭০.৬৫৭৭৮° পূর্ব | |
lদেশ | আফগানিস্তান |
প্রদেশ | বাদাখশন |
এলাকা | রাঘ |
রাজধানী | জিরাকি |
জনসংখ্যা (2012) | |
• মোট | ৩৭,৮০০ |
সময় অঞ্চল | +৪:৩০ |
রাঘিস্তান জেলা (ফার্সি: شهرستان راغستان) পূর্ব আফগানিস্তানের বাদাখশন প্রদেশের ২৮ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। প্রদেশটি উত্তর-পশ্চিম অঞ্চলের অংশ নিয়ে গঠিত হয়েছে এবং এখানকার জনসংখ্যার প্রায় ৩৭,৩০০ জনের মত বাসিন্দাদের বসতভিটা রয়েছে। জেলাটির রাজধানী শহর হচ্ছে জিরাকি।
২০০৫ সাল থেকে রাঘিস্তানকে তিনটি জেলায় বিভক্ত করা হয়ঃ রাঘিস্তান, যয়ন ও কোহিস্তান।
আফগানিস্তানের বাদাখশন প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
আফগানিস্তানের ভূগোল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |