রাজকোট રાજકોટ | |
---|---|
মহানগরী | |
স্থানাঙ্ক: ২২°১৮′০০″ উত্তর ৭০°৪৭′০০″ পূর্ব / ২২.৩০০০° উত্তর ৭০.৭৮৩৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | গুজরাত |
অঞ্চল | সৌরাষ্ট্র (অঞ্চল) |
জেলা | রাজকোট |
জোন | ৩ (মধ্য, পূর্ব ও পশ্চিম)[১] |
ওয়ার্ড | ২৩[২][৩] |
রাজকোট পৌর পালিকা | ১৯৭৩ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | (রাপৌপা) |
• মেয়র | জৈমিনি উপাধ্যায় |
আয়তন[২] | |
• মোট | ১৭০.০০ বর্গকিমি (৬৫.৬৪ বর্গমাইল) |
উচ্চতা | ১২৮ মিটার (৪২০ ফুট) |
জনসংখ্যা (২০১১)[৪] | |
• মোট | ১.২৮ মিলিয়ন |
• ক্রম | ২৭ |
• জনঘনত্ব | ১২,৭৩৫/বর্গকিমি (৩২,৯৮০/বর্গমাইল) |
বিশেষণ | রাজকোটীয়া |
ভাষা | |
• দাপ্তরিক | গুজরাতী |
সময় অঞ্চল | ভাপ্রস (ইউটিসি+৫:৩০) |
ডাক কোড | ৩৬০০** |
টেলিফোন কোড | ০২৮১ |
যানবাহন নিবন্ধন | জিজে-০৩ |
সাক্ষরতা | ৮২.২০% (২০১১)[৫] |
নগর পরিকল্পনা এজেন্সি | (রানউক) |
জলবায়ু | Semi-Arid (Köppen) |
Precipitation | ৫৯০ মিলিমিটার (২৩ ইঞ্চি) |
গড় বার্ষিক তাপমাত্রা | ২৬ °সে (৭৯ °ফা) |
ওয়েবসাইট | www |
রাজকোট (Rājkot) হলো আহমেদাবাদ, সুরাট ও বড়োদরার পর গুজরাতের ৪র্থ বৃহত্তম[৬][৭] মহানগরাঞ্চল। রাজকোট গুজরাতের সৌরাষ্ট্র অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত। রাজকোট ভারতের মহানগরগুলির মধ্য ৩৫তম বৃহৎ মহানগর যার জনসংখ্যা ২০১৫ অনুযায়ী ১.২ মিলিয়নেরও বেশি।[৮] রাজকোট ভারতের ৭ম [৯][১০] স্বচ্ছতম শহর। তাছাড়াও রাজকোট বিশ্বের ২২তম দ্রুত ক্রমবর্ধমান মহানগরী।[১১] এই শহরেই রাজকোট জেলার প্রশাসনিক সদরদপ্তর যা রাজ্যের রাজধানী গান্ধীনগর থেকে ২৪৫ কিমি দূরে আজি ও নয়ারি নদীর তিরে অবস্থিত। রাজকোট ১ নভেম্বর ১৯৫৬ সালে বোম্বাই রাজ্যের সঙ্গে একীভূত করার আগে পর্যন্ত ১৫ এপ্রিল ১৯৪৮ থেকে ৩১ অক্টোবর ১৯৫৬ সৌরাষ্ট্র রাষ্ট্রের রাজধানী ছিল।
রাজকোট বিমানবন্দর (১৯৮১–২০১০)-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ রেকর্ড °সে (°ফা) | ৩৬.৪ (৯৭.৫) |
৪০.০ (১০৪.০) |
৪৩.৯ (১১১.০) |
৪৪.৪ (১১১.৯) |
৪৭.৯ (১১৮.২) |
৪৫.৮ (১১৪.৪) |
৪০.৬ (১০৫.১) |
৩৮.৮ (১০১.৮) |
৪২.৮ (১০৯.০) |
৪১.৯ (১০৭.৪) |
৩৮.৪ (১০১.১) |
৩৬.৪ (৯৭.৫) |
৪৭.৯ (১১৮.২) |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ২৮.৪ (৮৩.১) |
৩০.৯ (৮৭.৬) |
৩৫.৫ (৯৫.৯) |
৩৯.১ (১০২.৪) |
৪০.৫ (১০৪.৯) |
৩৭.৮ (১০০.০) |
৩৩.০ (৯১.৪) |
৩১.৬ (৮৮.৯) |
৩৩.৬ (৯২.৫) |
৩৫.৯ (৯৬.৬) |
৩৩.২ (৯১.৮) |
২৯.৯ (৮৫.৮) |
৩৪.১ (৯৩.৪) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ১২.৮ (৫৫.০) |
১৫.০ (৫৯.০) |
১৯.২ (৬৬.৬) |
২২.৬ (৭২.৭) |
২৫.৪ (৭৭.৭) |
২৬.৫ (৭৯.৭) |
২৫.৪ (৭৭.৭) |
২৪.৪ (৭৫.৯) |
২৩.৮ (৭৪.৮) |
২২.৪ (৭২.৩) |
১৮.৪ (৬৫.১) |
১৪.৪ (৫৭.৯) |
২০.৯ (৬৯.৬) |
সর্বনিম্ন রেকর্ড °সে (°ফা) | −০.৬ (৩০.৯) |
১.১ (৩৪.০) |
৬.১ (৪৩.০) |
১০.০ (৫০.০) |
১৬.১ (৬১.০) |
২০.০ (৬৮.০) |
১৯.৪ (৬৬.৯) |
২০.১ (৬৮.২) |
১৬.৭ (৬২.১) |
১২.২ (৫৪.০) |
৭.২ (৪৫.০) |
২.৮ (৩৭.০) |
−০.৬ (৩০.৯) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ০.৮ (০.০৩) |
০.৩ (০.০১) |
০.১ (০.০০) |
১.৪ (০.০৬) |
৫.৪ (০.২১) |
১০৮.৪ (৪.২৭) |
২৫৩.৪ (৯.৯৮) |
১৬৫.৩ (৬.৫১) |
১১৫.১ (৪.৫৩) |
১৯.৩ (০.৭৬) |
৬.৩ (০.২৫) |
০.৩ (০.০১) |
৬৭৬.১ (২৬.৬২) |
বৃষ্টিবহুল দিনগুলির গড় | ০.১ | ০.১ | ০.০ | ০.২ | ০.১ | ৪.৪ | ৯.৬ | ৮.০ | ৫.০ | ১.৩ | ০.৩ | ০.১ | ২৯.১ |
উৎস: India Meteorological Department (record high and low up to 2010)[১২][১৩] |
ক্রিকেট এই শহরের জনপ্রিয় খেলা। সৌরাষ্ট্র ক্রিকেট আসোসিয়েশন স্টেডিয়াম শহরের প্রধান স্টেডিয়াম।
এখানে বেশ কিছু ধনী ব্যক্তির বসবাস রয়েছে।
রাজকোট বিমানবন্দর শহরের প্রধান বিমানবন্দর। এটি ১.৮ কিমি দীর্ঘ রানওয়ে বিশিষ্ট।
রাজকোট জংশন শহরের প্রধান রেলওয়ে স্টেশন। সুরেন্দ্রনগর থেকে জামনগর যাওয়ার পথে রাজকোট হয়ে যেতে হয়। সুরেন্দ্রনগর থেকে রাজকোট অব্দি এখনো ডাবল ডিজেল লাইন রয়েছে। রাজকোট থেকে জামনগর ও জুনাগড় অব্দি সিঙ্গেল ডিজেল লাইন আছে। মুম্বাই সেন্ট্রাল থেকে এসি দুরন্ত এক্সপ্রেস নিয়মিত রাজকোট অব্দি চলাচল করে।
|সংগ্রহের-তারিখ=, |আর্কাইভের-তারিখ=
(সাহায্য)
|আর্কাইভের-তারিখ=
(সাহায্য)