রাজশ্রী ঠাকুর | |
---|---|
জন্ম | [১] | ২২ সেপ্টেম্বর ১৯৮১
কর্মজীবন | ২০০৫–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সঞ্জত বৈদ্য (২০০৭–বর্তমান) |
রাজশ্রী ঠাকুর (হিন্দি: राजश्री ठाकुर: জন্ম ২২শে সেপ্টেম্বর ১৯৮১) হলেন একজন ভারতীয় অভিনেত্রী।[২] তিনি সাত ফেরে: সলোনি কা সফর (সলোনি চরিত্রে) এবং শাদি মোবারক শীর্ষক হিন্দি টেলিভিশন নাটক দুটিতে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি মুম্বইয়ে জন্মগ্রহণ করেছিলেন। সাত ফেরে: সলোনি কা সফরের আগে তিনি মারাঠি সংবাদ উপস্থাপিকা হিসাবে অল ইন্ডিয়া রেডিওতে কাজ করেছিলেন এবং বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনও করেছিলেন। রাজশ্রী পার্থ সেন-গুপ্ত পরিচালিত ইন্দো-ফরাসি ছায়াছবি "হাওয়া এনে দে"-তে অভিনয় করেছিলেন।[৩] এর পরেই তিনি সাত ফেরে: সলোনি কা সফরে "সলোনি" চরিত্র অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছিলেন: ।
প্রথমে তিনি যযন্তরম মমন্তরম (২০০৩) চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি কসম সে চলচ্চিত্রের অভিনেত্রী প্রাচী দেশাইয়ের সাথে বর্ষসেরা নতুন মুখ হিসেবে ষষ্ঠ ভারতীয় টেলি পুরস্কার পেয়েছিলেন।[৪][৫] ২০০৭ সালে তিনি তাঁর শৈশবকালের বন্ধু সঞ্জত বৈদ্যকে বিয়ে করেছেন।[৬]
বছর | অনুষ্ঠান/নাটক | ভূমিকা |
---|---|---|
২০০৫-২০০৯ | সাত ফেরে: সলোনি কা সফর | সলোনি সিং / সলোনি নাহার প্রতাপ সিং |
২০০৭ | কসম সে | অতিথি (সলোনি হিসাবে) |
২০০৮ | বনু ম্যায় তেরে দুলহান | |
ছোটি বহু - সিন্দুর বিন সুহাগন | ||
কহো না ইয়ার হ্যায় | প্রতিযোগী | |
এক সে বড়কর এক | ||
২০০৯ | স্বপ্না বাবুল কা...বিদাই | অ্যাডভোকেট নিষ্ঠা বাসুদেব |
২০১৩-২০১৫ | ভারত কা বীর পুত্র - মহারাণা প্রতাপ | মহারাণী জয়ন্ত বাই সোনগারা |
আগস্ট ২০২০- অক্টোবর ২০২০ | শাদি মোবারক | প্রীতি জিন্দাল |
বছর | পুরস্কার | দেখান | ফলাফল |
---|---|---|---|
২০০৬ | ভারতীয় টেলি পুরস্কার | সাত ফেরে: সলোনি কা সফর | বিজয়ী |
ভারতীয় টেলিভিশন একাডেমি পুরস্কার | বিজয়ী | ||
২০০৭ | ভারতীয় টেলি পুরস্কার | বিজয়ী | |
২০১৪ | ভারতীয় টেলি পুরস্কার | ভারত কা বীরপুত্র - মহারাণা প্রতাপ | বিজয়ী |
ভারতীয় টেলি পুরস্কার | মনোনীত |