![]() | |
নীতিবাক্য | Learn. Lead. Inspire |
---|---|
ধরন | সরকারি |
স্থাপিত | ২০১৩ |
বৃত্তিদান | ২০০+ কোটি |
উপাচার্য | নলিন কুমার ট্যান্ডন |
অবস্থান | , , ২৬°১৫′০৪″ উত্তর ৮১°২২′৩২″ পূর্ব / ২৬.২৫১১৮° উত্তর ৮১.৩৭৫৫৮২৭° পূর্ব |
ওয়েবসাইট | rgnau |
![]() |
রাজীব গান্ধী ন্যাশনাল এভিয়েশন ইউনিভার্সিটি (আরজিএনএইউ) হল একটি স্বায়ত্তশাসিত কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয়, যা উত্তরপ্রদেশ রাজ্যের আমেঠি জেলার ফুরসাতগঞ্জ এয়ারফিল্ডে (পূর্বে রায়বরেলি জেলায়)[১] অবস্থিত।[২][৩]
এটি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান এবং সরাসরি ভারত সরকারের অধীনস্থ প্রতিষ্ঠান। এটি প্রাথমিকভাবে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক মহাকাশ ও বিমান চলাচল সংস্থার সহযোগিতায় অর্থায়ন লাভ করে।[৪][৫]