রাজু ম্যাথু | |
---|---|
জন্ম | আনু. ১৯৩৭ |
মৃত্যু | ১২ নভেম্বর ২০১৯ (বয়স ৮২) |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র প্রযোজক |
রাজু ম্যাথু (আনু. ১৯৩৭ – ১২ নভেম্বর ২০১৯) ভারতের কেরালার একজন চলচ্চিত্র প্রযোজক ছিলেন। তিনি ৪৫টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন।[১] তিনি প্রযোজনা প্রতিষ্ঠান সেঞ্চুরি ফিল্মসের মালিক ছিলেন।[২]
চলচ্চিত্রাঙ্গনে আসার আগে রাজু ম্যাথু বীমা প্রতিষ্ঠানে কাজ করতেন। পরবর্তীতে, তিনি চাকরি ছেড়ে দেন এবং ১৯৭৯ সালে সেঞ্চুরি ফিল্মস প্রতিষ্ঠা করেন ও চলচ্চিত্র প্রযোজনা শুরু করেন।[৩] তিনি মূলত মালয়ালম চলচ্চিত্র পরিচালনা করেছেন। মালয়ালম চলচ্চিত্র ছাড়াও তিনি আনোখা রিশতা শিরোনামের একটি হিন্দি চলচ্চিত্র প্রযোজনা করেছেন।[৪] তার প্রযোজিত সর্বশেষ চলচ্চিত্র আথিরান।[২] তিনি কেরালা ফিল্ম চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন।[৫]
রাজু ম্যাথু লিলি ম্যাথুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[২] তাদের দুই কন্যার নাম অঞ্জনা জ্যাকব ও রাঞ্জা জ্যাকব।[৫]
রাজু ম্যাথু ২০১৯ সালের ১২ নভেম্বর ৮২ বছর বয়সে প্রয়াত হন।[৬][৭]