রানী মড ভূমি Dronning Maud Land | |
---|---|
পতাকা | |
রানি মড ভূমি-এর অবস্থান (গাঢ় গোলাপি) অ্যান্টার্কটিকা-এ (ধূসর) | |
সরকার | ঔপনিবেশিক অঞ্চল |
• প্রশাসন | বিচার ও জন নিরাপত্তা মন্ত্রণালয় |
নরওয়েজীয় উপনিবেশ | |
• অন্তর্ভুক্ত | ১৪ জানুয়ারি ১৯৩৯ |
• উপনিবেশ | ২১ জুন ১৯৫৭ |
২৩ জুন ১৯৬১ | |
আয়তন | |
• মোট | ২৭,০০,০০০ কিমি২ (১০,০০,০০০ মা২) |
আইএসও ৩১৬৬ কোড | AQ |
রানী মড ভূমি (নরওয়েজীয়: Dronning Maud Land, ইংরেজি: Queen Maud Land) [note ১] নরওয়ের দাবিকৃত অ্যান্টার্কটিকার প্রায় ২৭ লক্ষ বর্গ কিলোমিটার (১০ লক্ষ ব মা) [৪] আয়তন বিশিষ্ট ঔপনিবেশিক অঞ্চল[৫]। অঞ্চলটি ২০° পশ্চিম ও ৪৫° পূর্ব দ্রাঘিমাংশের মাঝে, পশ্চিমে ব্রিটিশ অ্যান্টার্কটিক অঞ্চল ও পূর্বে অস্ট্রেলীয় অ্যান্টার্কটিক অঞ্চলের মধ্যে অবস্থিত। ২০১৫ সালে নরওয়ে রীত্যনুসারে এই অঞ্চল থেকে দক্ষিণ মেরু পর্যন্ত তাদের দাবী প্রতিষ্ঠা করে[৬], তার পূর্ব পর্যন্ত এর অক্ষাংশীয় সীমানা সংজ্ঞায়িত করা ছিল না[৭]। পূর্ব অ্যান্টার্কটিকায় অবস্থিত এ অঞ্চলের আয়তন সমগ্র অ্যান্টার্কটিকার প্রায় এক-পঞ্চমাংশ। অঞ্চলটি নরওয়েজীয় রানী ওয়েলসের মড (১৮৬৯–১৯৩৮) এর নামে নামকরণ করা হয়।
<ref>
ট্যাগ বৈধ নয়; r304
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; m540
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি…formålet med anneksjonen var å legge under seg det landet som til nå ligger herreløst og som ingen andre enn nordmenn har kartlagt og gransket. Norske myndigheter har derfor ikke motsatt seg at noen tolker det norske kravet slik at det går helt opp til og inkluderer polpunktet.