রানি লক্ষ্মীবাঈ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়

রানি লক্ষ্মীবাঈ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়
ধরনকেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১৪
আচার্যপাঞ্জাব সিং
উপাচার্যঅরবিন্দ কুমার
স্নাতক৫০
অবস্থান,
ভারত
শিক্ষাঙ্গনশহরতলি
ওয়েবসাইটwww.rlbcau.ac.in

রানি লক্ষ্মীবাঈ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় হল উত্তরপ্রদেশের ঝাঁসি জেলায় অবস্থিত কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ভারত সরকার কর্তৃক "রানি লক্ষ্মীবাঈ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় আইন - ২০১৪"-এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, যা ২০১৪ সালে সংসদে পাস হয়েছিল।[] বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষাবর্ষ ২০১৪ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রতি বছর দুটি সেমিস্টার সহ একটি সেমিস্টার পদ্ধতি অনুসরণ করে।[][]

ইতিহাস

[সম্পাদনা]

বুন্দেলখন্ড অঞ্চলে একটি কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুরোধ জানিয়ে ২০০৯ সালের ২৭শে জুলাই সাংসদবিধায়কদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছিল।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রথম খসড়াটি ২০১১ সালের ২৮শে ডিসেম্বর রাজ্যসভায় পেশ করা হয়েছিল। স্পষ্টীকরণ, একটি পুনঃপ্রবর্তন, একটি কমিটির দ্বারা একটি প্রতিবেদন ও কৃষি গবেষণা বিভাগের একটি প্রতিক্রিয়ার পরে, "রাণী লক্ষ্মী বাই কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় আইন" উভয় কক্ষ দ্বারা পাস হয় এবং এটি ২০১৪ সালের ৫ই মার্চ প্রকাশিত হয়েছিল।[]

বিদ্যায়তন

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী বিদ্যায়তনটি ঝাঁসির ইন্ডিয়ান গ্রাসল্যান্ড অ্যান্ড ফডার রিসার্চ ইনস্টিটিউটে রয়েছে, মূল বিদ্যায়তনের ভবন নির্মাণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উক্ত প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।[]

শিক্ষা

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয় ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষর থেকে কৃষি বিষয়ে বিজ্ঞানে স্নাতক (সম্মান) কর্মসূচি শুরু করেছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Rani Lakshmi Bai Central Agricultural University Act, 2014" (পিডিএফ)। indiacode.nic.in। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ 
  2. "Rani Lakshmi Bai Central Agricultural University - Official website"। Rani Lakshmi Bai Central Agricultural University। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ 
  3. "Academic Session Begins at Rani Lakshmi Bai Central Agricultural University, Jhansi"Indian Council of Agricultural Research। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ 
  4. "RLBCAU History"। Rani Lakshmi Bai Central Agricultural University। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]