রামকিঙ্কর উপাধ্যায় | |
---|---|
স্থানীয় নাম | रामकिंकर उपाध्याय |
জন্ম | জব্বলপুর মধ্যপ্রদেশ ব্রিটিশ ভারত | ১ নভেম্বর ১৯২৪
মৃত্যু | ৯ আগস্ট ২০০২ | (বয়স ৭৭)
পেশা | |
ভাষা | হিন্দি |
জাতীয়তা | ভারতীয় |
উল্লেখযোগ্য রচনাবলি | মানস চরিতাবলী শ্রীরামচরিত মানস |
উল্লেখযোগ্য পুরস্কার | পদ্মভূষণ (১৯৯৯) |
পণ্ডিত রামকিঙ্কর উপাধ্যায় ( ১ নভেম্বর ১৯২৪ - ৯ আগস্ট ২০০২)[১] ছিলেন ভারতীয় শাস্ত্রের এক বিশিষ্ট পণ্ডিত এবং হিন্দি সাহিত্যের লেখক ও গল্পকার। তাঁকে যুগতুলসী পণ্ডিত শিরোনামে আখ্যায়িত করা হয়। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে তার বিশেষ অবদানের জন্য ভারত সরকার ১৯৯৯ খ্রিস্টাব্দে পদ্মভূষণে ভূষিত করে। [২][৩]
রামকিঙ্কর উপাধ্যায়ের জন্ম ১৯২৪ খ্রিস্টাব্দের ১ নভেম্বর ব্রিটিশ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জব্বলপুরে। তার পূর্বপুরুষেরা অবশ্য উত্তরপ্রদেশের বারাইনি গ্রামের বাসিন্দা ছিলেন। জন্ম থেকেই রামকিঙ্কর অত্যন্ত মেধাবী ও শান্তপ্রকৃতির ছিলেন। পিতামাতার ধর্মীয় চিন্তা ও আচার-অনুষ্ঠান দ্বারা প্রভাবিত ছিলেন। তার শিক্ষা সম্পন্ন হয় জবলপুর ও কাশীতে। [১] তিনি উনিশ বৎসর বয়স থেকে লেখালেখি শুরু করেন এবং প্রায় ৯২টি গ্রন্থ রচনা করেন। তার বেশির ভাগ গ্রন্থই 'রামচরিতমানস' এবং 'রামকথা' সম্পর্কিত। উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল-
যুগতুলসী পণ্ডিত রামকিঙ্কর উপাধ্যায় ২০০২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট ৭৮ বৎসর বয়সে প্রয়াত হন। [১]