রাম তেরি গঙ্গা মইলি | |
---|---|
পরিচালক | রাজ কাপুর |
প্রযোজক | রণধীর কাপুর |
রচয়িতা |
|
চিত্রনাট্যকার | রাম কেলকর |
কাহিনিকার | সচিন ভৌমিক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | রবীন্দ্র জৈন |
চিত্রগ্রাহক | রাধু কর্মকার |
সম্পাদক | রাজ কাপুর |
পরিবেশক | আর. কে. ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹১.৪৪ কোটি |
আয় | ₹১৯ কোটি[১] |
রাম তেরি গঙ্গা মইলি রাজ কাপুর পরিচালিত ১৯৮৫ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি রাজ কাপুর পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন মন্দাকিনী ও রাজিব কাপুর।
চলচ্চিত্রটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র, যা মুম্বইয়ে হীরকজয়ন্তী ও অন্যান্য বড় শহরে সুবর্ণজয়ন্তী পালন করে। এটি সেই বছরের শীর্ষ আয়কারী চলচ্চিত্র।[১] এছাড়া চলচ্চিত্রটি ক্রান্তি (১৯৮১) ও ম্যায়নে প্যায়ার কিয়া (১৯৮৯)-এর পর ১৯৮০-এর দশকের ৩য় শীর্ষ আয়কারী চলচ্চিত্র।[২]
চলচ্চিত্রটি ৩৩তম ফিল্মফেয়ার পুরস্কারে ১০টি বিভাগে মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক-সহ ৫টি বিভাগে পুরস্কার লাভ করে।[৩]
রাম তেরি গঙ্গা মইলি চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন রবীন্দ্র জৈন। গানের কথা লিখেছেন জৈন ও হসরত জয়পুরী।
গানের তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "এক দুখিয়ারি কহে" | রবীন্দ্র জৈন | লতা মঙ্গেশকর ও কোরাস | |
২. | "এক রাধা এক মীরা" | রবীন্দ্র জৈন | লতা মঙ্গেশকর | |
৩. | "হুস্ন পাহাড়োঁ কা" | রবীন্দ্র জৈন | লতা মঙ্গেশকর ও সুরেশ ওয়াডকর | |
৪. | "রাম তেরি গঙ্গা মইলি হো গয়ে - খণ্ড-১" | রবীন্দ্র জৈন | সুরেশ ওয়াডকর | |
৫. | "সুন সাহিবা সুন প্যায়ার কি ধুন" | হসরত জয়পুরী | লতা মঙ্গেশকর ও কোরাস | |
৬. | "তুঝে বুলায়েঁ ইয়ে মেরি বাহেঁ" | রবীন্দ্র জৈন | লতা মঙ্গেশকর | |
৭. | "ইয়ারা ও ইয়ারা" | রবীন্দ্র জৈন | লতা মঙ্গেশকর ও সুরেশ ওয়াডকর | |
৮. | "রাম তেরি গঙ্গা মইলি হো গয়ে - খণ্ড-২" | রবীন্দ্র জৈন | সুরেশ ওয়াডকর ও কোরাস | |
৯. | "ম্যাঁয় হি ম্যাঁয় হুঁ" | আমির কাজলবাশ | সুরেশ ওয়াডকর |