রাম নারায়ণ আগরওয়াল | |
---|---|
জন্ম | [১] | ২৪ জুলাই ১৯৪১
মৃত্যু | ১৫ আগস্ট ২০২৪ | (বয়স ৮৩)
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | ভারতীয় বিজ্ঞান সংস্থা ব্যাঙ্গালোর |
পরিচিতির কারণ | অগ্নি (ক্ষেপণাস্ত্র) |
সন্তান | ২ পুত্র |
পুরস্কার | পদ্মশ্রী (১৯৯০) পদ্মভূষণ (২০০০) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
প্রতিষ্ঠানসমূহ | ডিআরডিও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা |
রাম নারায়ণ আগরওয়াল (২৪ জুলাই ১৯৪১ - ১৫ আগস্ট ২০২৪) [২] ছিলেন একজন ভারতীয় মিসাইল বিজ্ঞানী তথা মহাকাশ প্রকৌশলী, যিনি অগ্নি (ক্ষেপণাস্ত্র) সিরিজের (ভূমি থেকে ভূমি) ক্ষেপণাস্ত্রের জন্য পরিচিতি লাভ করেন।[৩] তাকে 'অগ্নি ক্ষেপণাস্ত্রের জনক' বলা হয় থাকে। [৪]
রাম নারায়ণ আগরওয়াল ব্রিটিশ ভারতের অধুনা রাজস্থানের জয়পুরের এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চেন্নাই-এর গিণ্ডিতে অবস্থিত 'মাদ্রাজ ইন্স্টিটিউট অফ টেকনোলজি' হতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হন[১] এবং পরে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।[১] ১৯৮৩ খ্রিস্টাব্দে তিনি ভারতের ডিআরডিও-র সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির ডিরেক্টর হিসাবে যুক্ত হন এবং মাঝারি পাল্লার (ভূমি থেকে ভূমি) অগ্নি ক্ষেপণাস্ত্র তৈরিতে সফল হন। তিনি সংস্থায় অগ্নিম্যান হিসাবেই পরিচিত ছিলেন। [৫][৬]