রাম পথিনেনি | |
---|---|
రామ్ పోతినేని | |
জন্ম | [১] | ১৫ মে ১৯৮৮
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | রাপো |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
উচ্চতা | ১.৬২ মিটার |
রাম পথিনেনি (জন্ম: ১৫ মে ১৯৮৮) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। রাম তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় নায়ক।[২] তিনি হায়দ্রাবাদে থাকেন।
সীতারাম চৌধুরী পথিনেনি এর পিতার নাম মুরালিমোহন পথিনেনি এবং চাচা জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক রবি কিশোর পথিনেনি যিনি শ্রাবন্তী রবি কিশোর নামে পরিচিত।[৩] অন্ধ্রপ্রদেশের (বর্তমানে তেলেঙ্গানা) হায়দ্রাবাদে ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি তামিলনাড়ুর চেন্নাইয়ে অবস্থিত ছেত্তিনাদ বিদ্যাশ্রমে পড়াশোনা করেন।
২০০২ সালে রাম আদায়ালাম নামক একটি তামিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ইউরোপীয় চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন। নিউ জার্সি আর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পরিচালক এবং প্রযোজক পুরষ্কৃত হন। ২০০৬ সালে রাম দেবদাসু চলচ্চিত্রে নবাগত অভিনেতা হিসেবে অভিনয় করেন। দেবদাসু ব্লকবাস্টার হিট হয়, ১৭ টি হলে ১৭৫ দিন ধরে চলে এবং হায়দ্রাবাদের ওডিয়ন ৭০০এমএম থিয়েটারে ২০৫ দিন ধরে চলে।[৪][৫] সুকুমার পরিচালিত জগাদম তার দ্বিতীয় চলচ্চিত্র। এটা বক্স অফিসে সাড়া জাগাতে সমর্থ না হলেও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। তার পরের ছবি শ্রীনু ভাটিলা পরিচালিত এবং জেনেলিয়া ডি'সুজা অভিনীত রেডি সফল হয় এবং তাকে বড় নায়কদের কাতারে সামিল করে।[৬] রাম ২০০৯ সালে মাস্কা এবং গণেশ জাস্ট গণেশ চলচ্চিত্রে অভিনয় করেন। দ্বিতীয়টি বক্স অফিসে সফল না হলেও মাস্কা সফল হয়। প্রথম দিনে ₹২.৫ কোটি আয় করে এবং প্রথম সপ্তাহে লগ্নি অর্থ তুলে আনতে সক্ষম হয়। সে ২০১০ সালে শ্রীনিবাস পরিচালিত রাম রাম কৃষ্ণ কৃষ্ণ চলচ্চিত্রে অভিনয় করে। ২০১১ সালের কান্ডিরেগা ব্লকবাস্টার হিট হয়। পরের ছবি এন্ডুকান্তে প্রেমান্তাতে তামান্নার সঙ্গে জুটি গড়ে রাম।
সাল | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০০২ | আদয়ালম | ছাত্র | তামিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | |
২০০৬ | দেবদাসু | দেবদাস | ওয়াইভিএস চৌধুরী | |
২০০৭ | জগদাম | সীনু | সুকুমার | |
২০০৮ | রেডি | চান্দু | শ্রীনু ভাইটলা | |
২০০৯ | মাস্কা | কৃষ্ণ | বি. গোপাল | |
গণেশ জাস্ট গণেশ | গণেশ | এম. সরভানান | ||
২০১০ | রাম রাম কৃষ্ণ কৃষ্ণ | রাম কৃষ্ণ | শ্রীওয়াস | |
২০১১ | কান্ডিরীগা | শ্রীনিবাস | সন্তোষ শ্রীনিবাস | |
২০১২ | এন্ডুকান্তে প্রেমন্তা | কৃষ্ণ / রাম | এ. করুনাকরণরণ | তামিল তেলুগু দ্বিভাষিক চলচ্চিত্র |
ইয়ে এন্ডরাল কাধল এনবেন | ||||
২০১৩ | ওঙ্গল গীতা | ডোরাবাবু / হোইটু | ভাস্কর | |
মসলা | রাম / রহমান | কে. বিজয়া ভাস্কর | ||
২০১৫ | পান্ডাঙ্গা চেস্কো | কার্তিক | গোপিচাঁদ মালিনেনি | |
শিবম | শিব/রাম | শ্রীনিবাসা রেড্ডি | ||
২০১৬ | নেনু সাইলাজা | হরি | কিশোর তিরুমালা | |
হাইপার | সূর্য | সন্তোষ শ্রীনিবাস | ||
২০১৭ | ভুনাধী অক্তে জিন্দেগি | অভিরাম | কিশোর তিরুমালা | |
২০১৮ | হ্যালো গুরু প্রেমা কসামে | সঞ্জু | ত্রিনাধা রাও নক্কিনা | |
২০১৯ | ইস্মার্ট শঙ্কর | শঙ্কর (অর্জুন)[ক] | ||
২০২১ | রেড | আদিত্য এবং সিদ্ধার্থ[খ] | দ্বৈত চরিত্র | |
২০২২ | দ্য ওয়ারিয়র | সত্য আইপিএস | একই সঙ্গে তামিলেও শুটিং হয়েছে | [৭] |
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref>
ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/>
ট্যাগ পাওয়া যায়নি