রামগড় | |
---|---|
উপজেলা | |
![]() মানচিত্রে রামগড় উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°৫৮′১″ উত্তর ৯১°৪২′৬″ পূর্ব / ২২.৯৬৬৯৪° উত্তর ৯১.৭০১৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | খাগড়াছড়ি জেলা |
আয়তন | |
• মোট | ২৮৭.৮৯ বর্গকিমি (১১১.১৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৭১,৬৭৭ |
• জনঘনত্ব | ২৫০/বর্গকিমি (৬৪০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৬.৩৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ৪৬ ৮০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
রামগড় বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা।
রামগড় উপজেলার উত্তরে ভারতের ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা, দক্ষিণে মানিকছড়ি উপজেলা ও লক্ষ্মীছড়ি উপজেলা, পূর্বে মহালছড়ি উপজেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা।
রামগড় উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ২টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম রামগড় থানার আওতাধীন।
ব্রিটিশ শাসনামলে ফেনী নদী বিধৌত রামগড় ১৯২০ সালে মহকুমা হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় রামগড় ছিল সেক্টর। কালের বিবর্তনে প্রায় সব মহকুমা শহর জেলায় রূপান্তরিত হলেও রামগড় স্বীয় মর্যাদা হারিয়ে ১৯৮৪ সালে উপজেলায় রূপান্তরিত হয়!
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মোট জনসংখ্যা ৭১,৬৭৭। জনসংখ্যার ঘনত্ব: ২৫০/বর্গ কি:মি:(৬৪০/বর্গ মাইল)
২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী রামগড় উপজেলা উপজেলার জনসংখ্যা ৬০,৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ৩০,১৩১ জন এবং মহিলা ৩০,৬০৩ জন। মোট জনসংখ্যার ৬৫.৪৮% মুসলিম, ১৯.১৬% হিন্দু, ১৪.৬৩% বৌদ্ধ এবং ০.৪১% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে। এ উপজেলায় প্রধানত বাঙালি, ত্রিপুরা,চাকমা এবং মারমা লোকজন বসববাস করে।
সরকারী ডিগ্রী কলেজের সংখ্যা - ০১টি। সরকারী উচ্চ বিদ্যালয়ের সংখ্যা - ০১টি। বালিকা উচ্চ বিদ্যালয়ের সংখ্যা - ০১টি। আলীম মদ্রাসা - ০১টি। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা -৩ টি। সরকারী প্রাথমিক বিদ্যালয় -৪ টি। বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় - টি। নূরানী মাদ্রাসা -০৫টি। কিন্ডারগার্টেন - ০১টি। শিক্ষার হার. - ৪৬.৩৯%।
উন্নয়নশীল অর্থনীতি। মূলতঃ কৃষি নির্ভর। এ ছাড়া প্রবাসীদের পঠানো রেমিটেন্স ও স্থানীয় ব্যবসা এ অঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি!
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৪] | সংসদ সদস্য[৫][৬][৭][৮][৯] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৯৮ পার্বত্য খাগড়াছড়ি | খাগড়াছড়ি জেলা | কুজেন্দ্র লাল ত্রিপুরা | বাংলাদেশ আওয়ামী লীগ |
উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কার্বারি।(২০১৮-) পৌর মেয়রঃ ১/কাজি শাহজান রিপন। (২০১১-২০২১) ২/মোঃ রফিকুল আলম কামাল।(২০২১-)
১নং রামগড় ইউনিয়নঃ শাহ আলম মজুমদার(২০০৮-) ২নং পাতাছড়া ইউনিয়নঃ কাজি নুরুল আলমগীর।(২০২২-)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |