মহামহিম সম্মাননীয় রামচন্দ্র পৌডেল | |||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
रामचन्द्र पौडेल | |||||||||||||||||||||||||||||||||||||||
তৃতীয় নেপালের রাষ্ট্রপতি | |||||||||||||||||||||||||||||||||||||||
দায়িত্বাধীন | |||||||||||||||||||||||||||||||||||||||
অধিকৃত কার্যালয় ১৩ মার্চ ২০২৩ | |||||||||||||||||||||||||||||||||||||||
প্রধানমন্ত্রী | পুষ্পকমল দাহাল খড়্গ প্রসাদ শর্মা ওলী | ||||||||||||||||||||||||||||||||||||||
উপরাষ্ট্রপতি | নন্দকিশোর পুন রাম সহায় প্রসাদ যাদব | ||||||||||||||||||||||||||||||||||||||
ডেপুটি | নারায়ণ কাজী শ্রেষ্ঠ পূর্ন বাহাদুর খড্কা রঘুবীর মহাসেঠ রবি লামিছানে বিষ্ণুপ্রসাদ পৌডেল প্রকাশমান সিংহ | ||||||||||||||||||||||||||||||||||||||
পূর্বসূরী | বিদ্যাদেবী ভণ্ডারী | ||||||||||||||||||||||||||||||||||||||
বিরোধি দলের নেতা | |||||||||||||||||||||||||||||||||||||||
কাজের মেয়াদ ৬ ফেব্রুয়ারি ২০১১ – ১৪ মার্চ ২০১৩ | |||||||||||||||||||||||||||||||||||||||
রাষ্ট্রপতি | রামবরণ যাদব | ||||||||||||||||||||||||||||||||||||||
প্রধানমন্ত্রী | ঝলনাথ খনাল বাবুরাম ভট্টরাঈ | ||||||||||||||||||||||||||||||||||||||
পূর্বসূরী | পুষ্পকমল দাহাল | ||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরসূরী | পুষ্পকমল দাহাল | ||||||||||||||||||||||||||||||||||||||
প্রতিনিধি সভার সভাদ্যক্ষ | |||||||||||||||||||||||||||||||||||||||
কাজের মেয়াদ ১৮ ডিসেম্বর ১৯৯৪ – ২৩ মার্চ ১৯৯৯ | |||||||||||||||||||||||||||||||||||||||
সার্বভৌম শাসক | বীরেন্দ্র | ||||||||||||||||||||||||||||||||||||||
ডেপুটি | রামবিলাস যাদব লীলা শ্রেষ্ঠ সুব্বা ভোজরাজ জোশি | ||||||||||||||||||||||||||||||||||||||
পূর্বসূরী | দমননাথ ঢুঙ্গানা | ||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরসূরী | তারানাথ রানাভাট | ||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যক্তিগত বিবরণ | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | তনহুঁ, নেপাল | ৬ অক্টোবর ১৯৪৪||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয়তা | নেপালি | ||||||||||||||||||||||||||||||||||||||
রাজনৈতিক দল | স্বতন্ত্র (২০২৩ সাল থেকে) | ||||||||||||||||||||||||||||||||||||||
অন্যান্য রাজনৈতিক দল | নেপালি কংগ্রেস (২০২৩ সাল পর্যন্ত) | ||||||||||||||||||||||||||||||||||||||
দাম্পত্য সঙ্গী | সবিতা পৌডেল | ||||||||||||||||||||||||||||||||||||||
সন্তান | ৫ | ||||||||||||||||||||||||||||||||||||||
পিতামাতা | ঋষিমা পৌডেল (মা, মৃত) দুর্গা প্রসাদ পৌডেল (বাবা, মৃত) | ||||||||||||||||||||||||||||||||||||||
পেশা | রাজনীতিবিদ্ |
রামচন্দ্র পৌডেল (নেপালি: रामचन्द्र पौडेल; জন্ম: ৬ অক্টোবর ১৯৪৪) একজন নেপালি রাজনীতিবিদ এবং নেপালের তৃতীয় নির্বাচিত রাষ্ট্রপতি। [১][২] তিনি প্রতিনিধি সভার সভাধ্যক্ষ, উপ-প্রধানমন্ত্রী এবং নেপাল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।[৩][৪] নেপালি কংগ্রেসের প্রাক্তন প্রবীণ নেতা, পৌডেল এর আগে ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রতিনিধি সভার সভাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে প্রথম সংসদে নির্বাচিত তিনি আরও অনেক মন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছিলেন এবং নেপালি কংগ্রেসের সংসদীয় দলের নেতা হিসাবে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিরোধী দলের নেতা ছিলেন।