রামনগর জেলা | |
---|---|
কর্ণাটকের জেলা | |
ರಾಮನಗರ | |
Location in Karnataka, India | |
স্থানাঙ্ক: ১২°৪৩′ উত্তর ৭৫°১৭′ পূর্ব / ১২.৭১° উত্তর ৭৫.২৮° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | কর্ণাটক |
সদর | রামনগর |
তালুক | রামনগর, চান্নপত্তন, কনকপুরা, মাগড়ি, হারোহাল্লি, কুণিগল, হুলিয়ুরদুর্গ, কোদিহাল্লি |
সরকার | |
• ডেপুটি কমিশনার এবং জেলাশাসক | ক্যাপ্টেন.ডঃ কে.রাজেন্দ্র, আইএএস |
আয়তন | |
• মোট | ৩,৫১৬ বর্গকিমি (১,৩৫৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১০,৮২,৬৩৬ |
• জনঘনত্ব | ৩১০/বর্গকিমি (৮০০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | কন্নড়, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৫৬২১৫৬ |
যানবাহন নিবন্ধন | KA-42 (কেএ-৪২) |
ওয়েবসাইট | ramanagara |
রামনগর জেলা, হলো দক্ষিণ ভারতে অবস্থিত কর্ণাটক রাজ্যের দক্ষিণ-পূর্ব দিকের একটি জেলা৷ এটি কর্ণাটকের চারটি প্রশাসনিক বিভাগের বেঙ্গালুরু বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর রামনগর শহরে অবস্থিত৷
২০০৭ খ্রিস্টাব্দের ২৩শে আগস্ট পূর্বতন বেঙ্গালুরু গ্রামীণ জেলার [১] পশ্চিম দিকেঅবস্থিত তৎকালীন রামনগর, চান্নপত্তন, কনকপুরা ও মাগড়ি তালুকগুলি একত্রিত করে নতুন রামনগর জেলা গঠন করা হয়৷
রামনগর শহরটি রাজধানী বেঙ্গালুরু থেকে মোটামুটি ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত৷ জেলাটির গড় উচ্চতা সমুদ্রতল থেকে প্রায় ৭৪৭ মিটার বা ২৪৫০ ফুট উচ্চতায় অবস্থিত৷ রামনগর পাহাড় থেকে পাথর খোঁদাইয়ের কাজের জন্য বিখ্যাত৷ জেলাটিতে পর্বতারোহনের বিখ্যাত কিছু ক্যাম্প রয়েছে এখানে সেগুলি হলো, সদরশহরে উপস্থিত রামদেবরবেতা,[২] রামনগর থেকে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত সাওনদুর্গ, রামনগর থেকে ১৫ কিলোমিটারে দূরে অবস্থিত শ্রী রেবন সিদ্ধেশ্বরবেতা এবং কাছাকাছি অবস্থিত তেঙ্গিনকলবেতা এবং রামনগর থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কাব্বলদুর্গ৷ জেলাটির অন্যতম বিখ্যাত পর্যটনস্থল হলো বিলিকল রঙ্গনাথস্বামীবেতা পাহাড়৷
জেলাটির পূর্বে রয়েছে বেঙ্গালুরু নগর জেলা, উত্তর-পূর্বে রয়েছে বেঙ্গালুরু গ্রামীণ জেলা, উত্তর-পশ্চিমে রয়েছে তুমকুর জেলা, দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে মাণ্ড্য জেলা, দক্ষিণ দিকে রয়েছে চামরাজনগর জেলা এবং দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরি জেলা৷ [৩]
বছর | জন. | ব.প্র. ±% |
---|---|---|
১৯০১ | ২,৬২,৮৪৩ | — |
১৯১১ | ২,৮৮,২১৯ | +০.৯৩% |
১৯২১ | ৩,১১,৯৪৫ | +০.৭৯% |
১৯৩১ | ৩,৬৭,৫১৬ | +১.৬৫% |
১৯৪১ | ৪,১৫,২৩৩ | +১.২৩% |
১৯৫১ | ৫,১৫,৪১৩ | +২.১৮% |
১৯৬১ | ৫,৯৮,৩০১ | +১.৫% |
১৯৭১ | ৬,৮৩,২২১ | +১.৩৪% |
১৯৮১ | ৮,৪৩,৫০৯ | +২.১৩% |
১৯৯১ | ৯,৫৫,৬৬৯ | +১.২৬% |
২০০১ | ১০,৩০,৫৪৬ | +০.৭৬% |
২০১১ | ১০,৮২,৬৩৬ | +০.৪৯% |
উৎস:[৪] |
২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে রামনগর জেলার মোট জনসংখ্যা ছিলো ১০,৮২,৬৩৬ জন,[৫] যা সাইপ্রাস দ্বীপরাষ্ট্রর[৬] বা আমেরিকা যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড রাজ্যের জনসংখ্যার সাথে সমতুল্য৷ [৭] ২০১১ খ্রিস্টাব্দে ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে এই জেলাটি জনসংখ্যার বিচারে ৪২১ তম স্থান দখল করেছে৷ [৫] জেলাটির জনঘনত্ব ৩০৩ জন প্রতি বর্গকিলোমিটার (৭৮০ জন/বর্গমাইল)৷ [৫] ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দের মধ্যে জেলাটির জনসংখ্যা বৃদ্ধির হার ৫.০৬ শতাংশ৷ [৫] এখানে প্রতি হাজার পুরুষে নারী সংখ্যা ৯৭৬ জন৷[৫] জেলাটির মোট সাক্ষরতার হার ৬৯.২২ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৭৬.৭৬ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৬১.৫০ শতাংশ৷ [৫]
Cyprus 1,120,489 July 2011 est.
Rhode Island 1,052,567