রামপুরহাট

রামপুরহাট
শহর
রামপুরহাটের স্কাইলাইন
রামপুরহাট পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
রামপুরহাট
রামপুরহাট
স্থানাঙ্ক: ২৪°০৬′ উত্তর ৮৭°৪৭′ পূর্ব / ২৪.১০° উত্তর ৮৭.৭৮° পূর্ব / 24.10; 87.78
দেশভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাবীরভূম
জনসংখ্যা (২০১১)
 • মোট৫৭,৮৩৩

রামপুরহাট, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি মহকুমা শহর , পৌরসভা এলাকা এবং সবথেকে গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এটি বীরভূম জেলার খুবই গুরুত্বপূর্ণ একটা শহর। রামপুরহাট শহরের পূর্ব দিকে প্রায় ৮ কিমি দূরেই রয়েছে ৫১ পীঠের একটি পীঠস্থান তারাপীঠ। তারাপীঠে মা তারার বাড়ি।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে রামপুরহাট শহরের জনসংখ্যা হল ৫০,৬০৯ জন।[] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।

এখানে সাক্ষরতার হার ৭৩%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৯% এবং নারীদের মধ্যে এই হার ৬৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে রামপুরহাট এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

যোগাযোগ

[সম্পাদনা]

রামপুরহাট শহর রেলপথ ও সড়ক পথ দিয়ে যুক্ত। শহরের মধ্যে দিয়ে গিয়েছে ৬০ নম্বর পানাগড় - মোড়গ্ৰাম জাতীয় সড়ক পথ। এছাড়া রামপুরহাট রাজ্যের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫, ২০০৬