রামলাল জোশী একজন নেপালি লেখক। ২০১৬ সালে তিনি আইনা উপন্যাসের জন্য নেপালের সর্বাধিক মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার মদন পুরস্কার পেয়েছিলেন। [১][২][৩]
রামলাল জোশী ধনগধী কৈলালির বাসিন্দা। পূর্বে তিনি রাজনৈতিক কর্মী, সাংবাদিক এবং শিক্ষক ছিলেন। তিনি সাহিত্য ও সংস্কৃতির জন্য সক্রিয় সংগঠন সুদুর পাশ্চিমাঞ্চল সাহিত্য সমাজের সভাপতি ছিলেন। তিনি তাঁর আইনা (অর্থাৎ আয়না) বইয়ের জন্য মদন পুরস্কার পেয়েছিলেন, এটি নেপালি ভাষায় ছোটগল্পের একটি নৃত্যশাস্ত্র।