রামোন কালদেরন | |
---|---|
রিয়াল মাদ্রিদের ১৬তম সভাপতি | |
কাজের মেয়াদ ২ জুলাই ২০০৬ – ১৬ জানুয়ারি ২০০৯ | |
পূর্বসূরী | ফ্লোরেন্তিনো পেরেজ ফার্নান্দো মার্টিন আলভারেজ (অনানুষ্ঠানিক) লুইস গোমেজ (ভারপ্রাপ্ত) |
উত্তরসূরী | ভিসেন্তে বালুদা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | হোসে রামোন কালদেরন রামোস ২৬ মে ১৯৫১ পালেন্সিয়া, স্পেন |
জাতীয়তা | স্পেনীয় |
বাসস্থান | মাদ্রিদ, স্পেন |
প্রাক্তন শিক্ষার্থী | ইউনিভার্সিটি অফ নাভারে |
পেশা | আইনজীবী |
যে জন্য পরিচিত | রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি |
হোসে রামোন কালদেরন রামোস (জন্ম:২৬ মে ১৯৫১) হলেন একজন স্পেনীয় আইনজীবী এবং রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের সাবেক সভাপতি।
২ জুলাই ২০০৬ তারিখে তিনি রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হন।তার ৮৩৪৪ ভোটের বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুয়ান পালাসিওস পান ৮০৯৮[১]
কিন্তু কিছু অভিযোগের কারণে ২ জানুয়ারি ২০০৯ সালে তিনি পদত্যাগ করেন।তার পরিবর্তে স্বল্প সময়ের জন্য স্থালাভিষিক্ত হন তৎকালীন সহ-সভাপতি ভিসেন্তে বালুদা।পরে নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ফ্লোরেন্তিনো পেরেজ।