রায় মল্ল (নেপালি: राय मल्ल) ১৪৮২ থেকে ১৫১৯ সাল পর্যন্ত নেপালের ভক্তপুরের মল্ল রাজবংশের রাজা ছিলেন। তিনি ছিলেন জয়ক্ষ্যা মল্লের পুত্র। তার ছোট ভাই রত্না মল্ল কান্তিপুর রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ভক্তপুরে কাতুর বর্ণ মহাবিহার প্রতিষ্ঠা করেন। [১]