রায়ান গুজম্যান Ryan Guzman | |
---|---|
![]() রায়ান গুজম্যান, ২০১৪ | |
জন্ম | রায়ান অ্যান্টনি গুজম্যান ২১ সেপ্টেম্বর ১৯৮৭ অ্যাবিলেন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০১২–বর্তমান |
রায়ান অ্যান্টনি গুজম্যান (ইংরেজি: Ryan Anthony Guzman; জন্ম: ২১ সেপ্টেম্বর, ১৯৮৭)[১] হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি স্টেপ আপ চলচ্চিত্র ধারাবাহিকে সিন আসা, দ্য বয় নেক্সট ডোর ছবিতে নোয়া স্যান্ডবর্ন, হিরোজ রিবর্ন মিনি-সিরিজে কার্লোস গুটারেজ এবং রিচার্ড লিংকলেটারের এভরিবডি ওয়ান্টস সাম!! ছবিতে রোপারের ভূমিকায় অভিনয় করেন। এছাড়া ফক্স ফার্স্ট রেসপন্ডার ৯-১-১ ড্রামা ধারাবাহিকে এলএএফডি ফায়ারফাইটার এডি ডিয়াজের ভূমিকায় অভিনয় করেন।[২]
গুজম্যানের জন্ম হয়েছিল টেক্সাসের অ্যাবিলেনে।[৩] তার বাবা রে গুজম্যান একজন মেক্সিকান।[৪] অন্যদিকে তার মা লিজা গুজম্যানের (প্রাক্-বিবাহ নাম লিজা হাডসন) জন্ম ক্যালিফোর্নিয়ায়। তিনি একাধারে ইংরেজ, জার্মান, ফরাসি, ওলন্দাজ ও সুইডিশ বংশোদ্ভূত। রায়ান গুজম্যান খুবই অল্প বয়সে তার মায়ের জন্মশহর ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোয় চলে আসেন।[৫] ২০০৫ সালে তিনি ওয়েস্ট ক্যাম্পাস হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হন এবং তারপর সিয়েরা কলেজে ভর্তি হন।[৬] গুজম্যানের এক ছোটো ভাই রয়েছে। তার নাম স্টিভেন।[৭][৮]
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে গুজম্যান ও তার বান্ধবী ব্রাজিলিয়ান অভিনেত্রী ক্রিস্টি অ্যান ঘোষণা করেন যে, তাদের প্রথম সন্তানের জন্ম হতে চলেছে।[৯]
বছর | নাম | ভূমিকা | বিবরণ |
---|---|---|---|
২০১২ | ৭২ আওয়ার্স উইথ এম্পায়ার | স্বভূমিকায় | ক্যামিও |
২০১২ | মেড ইন হলিউড: টিন এডিশন | স্বভূমিকায় | ক্যামিও |
২০১২ | স্টেপ আপ রেভোলিউশন | সিন আসা | |
২০১৩ | লেডি’জ ম্যান:আ মেড মুভি | ব্রেট | |
২০১৩ | এপ্রিল রেইন | আলেক্স | |
২০১৪ | দেয়ার’স অলওয়েজ উডস্টক | ডিলান | |
২০১৪ | স্টেপ আপ: অল ইন | সিন আসা | |
২০১৫ | দ্য বয় নেক্সট ডোর | নোয়া স্যান্ডবর্ন | |
২০১৫ | জেম অ্যান্ড দ্য হলোগ্রামস | রিও রেমন্ড | |
২০১৬ | বিয়ন্ড প্যারাডাইস | সেবাস্টিয়ান | |
২০১৬ | এভরিবডি ওয়ান্টস সাম!! | কেনি রোপার | |
২০১৮ | আর্মড | জনসি |
বছর | নাম | ভূমিকা | বিবরণ |
---|---|---|---|
২০১২ | ক্যামেরাজ | রায়ান | পর্ব: "ওয়ালরাস" |
২০১২ | অল দ্য রাইট মুভস | স্বভূমিকায় | ক্যামিও |
২০১৩–২০১৪ | প্রেটি লিটল লায়ার্স | জ্যাক | পুনঃপৌনিক ভূমিকায়; ৯টি পর্বে |
২০১৫ | হিরোজ রিবর্ন | কার্লোস গুটারেজ | প্রধান চরিত্র; ১৩টি পর্বে[১০] |
২০১৬ | নটোরিয়াস | রায়ান মিলস | প্রধান চরিত্র |
২০১৭ | চপড জুনিয়ার | বিচারক | পর্ব: "থ্রি রিং কিচ" |
২০১৮-বর্তমান | ৯-১-১ | এডি ডিয়াজ | প্রধান চরিত্র[১১] |