রায়ান রেনল্ডস

রায়ান রেনল্ডস
Ryan Reynolds
৮২তম অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠানে রেনল্ডস
জন্ম
রায়ান রোডনি রেনল্ডস

(1976-10-23) ২৩ অক্টোবর ১৯৭৬ (বয়স ৪৮)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৯০–বর্তমান
দাম্পত্য সঙ্গীস্কার্লেট ইয়োহান্সন (বি. ২০০৮–২০১১)
ব্লেক লাইভলি (বি. ২০১২)

রায়ান রোডনি রেনল্ডস (ইংরেজি: Ryan Rodney Reynolds) (জন্ম ২৩ অক্টোবর, ১৯৭৬)[] হলেন একজন কানাডিয়ান চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। তিনি আমেরিকান ব্রডকাস্টিং কম্পানি প্রযোজিত কৌতুক ধারাবাহিক টু গাইজ অ্যান্ড আ গার্ল-এ (১৯৯৮-২০০১) মাইকেল বার্গেন, ওয়াইটিভি প্রযোজিত কানাডিয়ান টিন সোপ অপেরা হিলসাইড-এ (১৯৯১-৯৩) বিলি সিম্পসন, ব্লেড: ট্রিনিটি (২০০৪) চলচ্চিত্রে মার্ভেল কমিকস চরিত্র হ্যানিবল কিং এবং এক্স-মেন অরিজিনস: উলভারিন (২০০৯) চলচ্চিত্রে ডেডপুল চরিত্রে অভিনয়ের জন্য খ্যাত।সম্প্রতি তিনি ডেডপুল (চলচ্চিত্র) (২০১৬) চলচ্চিত্রে ডেডপুল চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন। এছাড়া তিনি অভিনয় করেছেন সার্ভিং ইন সাইলেন্স: দ্য মার্গারেথ ক্যামারমেয়ার স্টোরি, ন্যাশানাল ল্যাম্পুনস ভ্যান উইল্ডার, ফিন্ডারস ফি, জাস্ট ফ্রেন্ডস, ডেফিনিটলি, মেবি, দ্য প্রোপোসাল, দ্য অ্যামিটিভিল হরর, দ্য চেঞ্জ-আপ, স্মোকিং এসেস, অ্যাডভেঞ্চারল্যান্ড, বেরিড, সেফ হাউসক্রিমিনাল চলচ্চিত্রে।

রেনল্ডস ডিসি কমিকস সুপারহিরো হল জর্ডানের চরিত্রে অভিনয় করেছিলেন গ্রিন ল্যান্টার্ন (২০১১) ছবিতে। এছাড়া বিখ্যাত ছবি হ্যারোল্ড অ্যান্ড কুমার গো টু হোয়াইট কাসলটেড-এ তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

ফিল্মোগ্রাফি

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর নাম ভূমিকা দ্রষ্টব্য
১৯৯৩ অর্ডিনারি ম্যাজিক গণেশ/জেফরি
১৯৯৪ মাই নেম ইজ কেট কেভিন ব্যানিস্টার টেলিভিশন চলচ্চিত্র
১৯৯৫ 'সার্ভিং ইন সাইলেন্স: দ্য মার্গারেথ গ্যামারমেয়ার স্টোরি অ্যান্ডি টেলিভিশন চলচ্চিত্র
১৯৯৬ হোয়েন ফ্রেন্ডশিপ কিলস বেন কলসন টেলিভিশন চলচ্চিত্র
১৯৯৬ স্যাব্রিনা দ্য টিনেজ উইচ সেথ টেলিভিশন চলচ্চিত্র
১৯৯৬ ইন কোল্ড ব্লাড ববি রূপ টেলিভিশন চলচ্চিত্র
১৯৯৭ দ্য অ্যালার্মিস্ট হাওয়ার্ড অ্যানকোনা
১৯৯৮ ট্যুরিস্ট ট্র্যাপ ওয়েড আর্লি টেলিভিশন চলচ্চিত্র
১৯৯৯ কামিং সুন হেনরি লিপসচিজ
১৯৯৯ ডিক চিপ
২০০০ বিগ মনস্টার অন ক্যাম্পাস কার্ল ও’রেইলি
২০০০ উই অল ফল ডাউন রেড শ্যুজ
২০০১ ফাইন্ডার্স ফি কুইগলে
২০০২ ন্যাশানাল ল্যাম্পুনস ভ্যান উইল্ডার ভ্যান উইল্ডার
২০০২ বাইং দ্য কাউ মাইক হ্যানসন
২০০৩ দ্য ইন-লজ মার্ক টোবিয়াজ
২০০৩ ফুলপ্রুফ কেভিন
২০০৪ হ্যারল্ড অ্যান্ড কুমার গো টু হোয়াইট কাসল পুরুষ নার্স ক্যামিও
২০০৪ ব্লেড: ট্রিনিটি হ্যানিবল কিং
২০০৫ স্কুল অফ লাইফ মাইকেল "মিস্টার ডি" ডি’অ্যাঞ্জেলো টেলিভিশন চলচ্চিত্র
২০০৫ দ্য অ্যামিটিভিলে হরর জর্জ লুটজ
২০০৫ ওয়েটিং… মন্টি
২০০৫ জাস্ট ফ্রেন্ডজ ক্রিস ব্র্যান্ডার
২০০৬ স্মোকিং এসেস রিচার্ড মেসনার
২০০৭ দ্য নাইনস গ্যারি/গেভিন/গ্যাব্রিয়েল
২০০৮ ক্যাওস থিওরি ফ্র্যাঙ্ক অ্যালেন
২০০৮ ডেফিনিটলি, মেবি উইল হেজ
২০০৮ ফায়ারফ্লাইজ ইন দ্য গার্ডেন মাইকেল টেলর
২০০৯ অ্যাডভেঞ্চারল্যান্ড মাইক কোনেল
২০০৯ এক্স-মেন অরিজিনস: উলভেরাইন ওয়েড উইলসন/ডেডপুল স্কট অ্যাডকিনসের সঙ্গে ভূমিকাটি ভাগ করে নেওয়া হয়েছে।
২০০৯ দ্য প্রোপোজাল অ্যান্ড্রু প্যাক্সটন
২০০৯ পেপার ম্যান ক্যাপ্টেন এক্সেলেন্ট
২০১০ সিক্রেট অরিজিন: স্টোরি অফ ডিসি কমিকস বর্ণনাকারী
২০১০ বেরিড পল স্টিভেন কনরয়
২০১১ গ্রিন ল্যান্টার্ন হল জর্ডন/গ্রিন ল্যান্টার্ন
২০১১ দ্য চেঞ্জ-আপ মিচ প্ল্যাঙ্কো
২০১১ দ্য হোয়েল[] বর্ণনাকারী
২০১২ সেফ হাউস ম্যাট ওয়েস্টন
২০১২ টেড জারেড ক্যামিও (অনুল্লিখিত)
২০১৩ দ্য ক্রুডস গাই কণ্ঠশিল্পী
২০১৩ টার্বো টার্বো কণ্ঠশিল্পী
২০১৩ আর.আই.পি.ডি নিক ওয়াকার
২০১৪ দ্য ক্যাপটিভ ম্যাথিউ পাইপার পোস্ট-প্রোডাকশন
২০১৪ দ্য ভয়েসেস জেরি হিকফ্যাং চলচ্চিত্রায়ণ চলছে

পাদটীকা

[সম্পাদনা]
  1. "Ryan Reynolds profile at FilmReference.com"। www.filmreference.com। সংগ্রহের তারিখ এপ্রিল ২৮, ২০১০ 
  2. "The Whale"thewhalemovie.com। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]