রালফ টমাস হচকিন গ্রিফিথ (ইংরেজি: Ralph Thomas Hotchkin Griffith; ১৮২৬–১৯০৬) ছিলেন একজন ইংরেজ ভারততত্ত্ববিদ, ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসের প্রাক্তন সদস্য তথা বেদ ইংরেজিতে অনুবাদকারী প্রথম ইউরোপীয়দের অন্যতম। তিনি যুক্তরাজ্যে (অক্সফোর্ড) ও ভারতে (বারাণসী ও নীলগিরি) বাস করেছেন।[১]
১৮২৬ সালের ২৫ মে উইল্টশায়ারের কোর্সলিতে গ্রিফিথের জন্ম।[২] রেভারেন্ট আর. সি. গ্রিফিথের (চ্যাপলেইন টু দ্য মার্কুইস অফ বাথ, ১৮৩০) পুত্র[৩] রালফ গ্রিফিথ ছিলেন কুইন'স কলেজের স্নাতক। তিনি বিভিন্ন সংস্কৃত গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছিলেন। অবসর গ্রহণের পর অবশিষ্ট জীবন তিনি দক্ষিণ ভারতের কোটাগিরি শহরে অতিবাহিত করেন বেদ অধ্যয়ন ও অনুবাদের কাজ নিয়ে। সেখানেই ১৯০৬ সালের ৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়।[২]
গ্রিফিথ অনূদিত সংস্কৃত গ্রন্থাবলি ইন্টারনেটে সুলভ: